বর্ষবরণে কড়া নজরদারি মহানগর জুড়ে

লালবাজার জানিয়েছে, বেপরোয়া মোটরবাইকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। একই সঙ্গে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট-সহ শহরের বিভিন্ন প্রান্তে ইভটিজারদের দৌরাত্ম্য ঠেকাতে রাস্তায় নামবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ বাহিনী ‘উইনার্স’।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৮ ০২:৫৮
Share:

—ফাইল চিত্র।

বেপরোয়া মোটরবাইক তো রয়েছেই। এ বার বর্ষবরণের রাতে ইভটিজিং এবং মত্ত অবস্থায় গাড়ি চালানোর উপরে বিশেষ নজরদারি চালাবে কলকাতা ও বিধাননগর পুলিশ।

Advertisement

লালবাজার জানিয়েছে, বেপরোয়া মোটরবাইকের বিরুদ্ধে অভিযান চালানো হবে। একই সঙ্গে পার্ক স্ট্রিট, নিউ মার্কেট-সহ শহরের বিভিন্ন প্রান্তে ইভটিজারদের দৌরাত্ম্য ঠেকাতে রাস্তায় নামবে বিশেষ প্রশিক্ষণ প্রাপ্ত পুলিশ বাহিনী ‘উইনার্স’। ইভটিজার -সহ দুষ্কৃতীদের উপর বিশেষ নজর রাখা হবে। লালবাজারের দাবি, পুজোর সময়ে সাফল্যের নিরিখে ফের ‘উইনার্স’কে পথে নামানো হচ্ছে।

পুলিশ সূত্রের খবর, বর্ষশেষের রাত থেকেই পার্ক স্ট্রিট এবং নিউ মার্কেট চত্বরে বাড়তি বাহিনী মোতায়েন থাকবে। ভিড় সামাল দিতে নিউ মার্কেট, পার্ক স্ট্রিট-সহ নানা এলাকা বিভিন্ন জ়োনে ভাগ করা হচ্ছে। কলকাতা পুলিশের বিভিন্ন ডেপুটি কমিশনারেরা সেই সব জ়োনের দায়িত্বে থাকবেন। বিশেষ নজর থাকবে পার্ক স্ট্রিট অঞ্চলে। ওয়াচ টাওয়ার থেকে নজরদারি, কুইক রেসপন্স টিম, মোটরবাইকে নজরদারি— থাকবে সবই। অতিরিক্ত এক হাজারের বেশি পুলিশকর্মী মোতায়েন থাকবেন ওই এলাকায়।

Advertisement

কলকাতার পাশাপাশি বিধাননগর কমিশনারেটের সল্টলেক, নিউ টাউন-সহ কয়েকটি এলাকার বিনোদন পার্ক, শপিং মলগুলিতেও অতিরিক্ত পুলিশকর্মী মোতায়েন করা হবে। চলবে সাদা পোশাকের পুলিশের নজরদারিও। ভিআইপি রোড, বিশ্ব বাংলা সরণিতে যান চলাচল নিয়ন্ত্রণে বিশেষ জোর দেওয়া হবে।

আরও পড়ুন: মুখে কুলুপ মেট্রোর, অনীহা আস্থা অর্জনে

বিনোদন পার্কের ভিতরে ও বাইরে টহল দেওয়ার পাশাপাশি পাবলিক অ্যা়ড্রেস সিস্টেম এবং কন্ট্রোল রুম চালু করা হয়েছে। ওভারটেক করা, বেপরোয়া ভাবে গাড়ি চালানো রুখতেও নজরদারি জোরদার করা হচ্ছে। মত্ত অবস্থায় গা়ড়ি চালালে

কড়া ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছে পুলিশ। কয়েকটি থানা এলাকায় বর্ষশেষের রাতে বিশেষ নজর রাখা হবে। বর্ষবরণের রাতে খাবার কিংবা পানীয়ের অভাবের কারণে গোলমাল যাতে না বাধে, তার জন্য বিনোদন পার্কগুলিকে সতর্ক করেছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন