তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব, প্রহৃত যুবক

এক যুবককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজারহাট-নিউ টাউন বিধানসভার তেঁতুলতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সুমন ঘোষ ওরফে বাবিন। বাবিনের অভিযোগ, রবিবার রাতে তিনি যখন মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন, সেই সময়ে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনওয়াজ আলি মণ্ডল (ডাম্পি)-এর ঘনিষ্ঠ রাজু পাল ও তাঁর দলের লোকেরা তাঁকে মারধর করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ এপ্রিল ২০১৬ ০১:৪১
Share:

এক যুবককে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের একটি গোষ্ঠীর বিরুদ্ধে। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে রাজারহাট-নিউ টাউন বিধানসভার তেঁতুলতলা এলাকায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ওই যুবকের নাম সুমন ঘোষ ওরফে বাবিন।

Advertisement

বাবিনের অভিযোগ, রবিবার রাতে তিনি যখন মোটরবাইকে চেপে বাড়ি ফিরছিলেন, সেই সময়ে ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর শাহনওয়াজ আলি মণ্ডল (ডাম্পি)-এর ঘনিষ্ঠ রাজু পাল ও তাঁর দলের লোকেরা তাঁকে মারধর করেন। রাজুর বিরুদ্ধে ওই রাতেই বিমানবন্দর থানায় লিখিত অভিযোগও দায়ের করেন বাবিন।

বিধাননগর পুরসভার ডেপুটি মেয়র তাপস চট্টোপাধ্যায়ের কাছের লোক বলেই এলাকায় পরিচিত বাবিন। অন্য দিকে, ডাম্পি এবং তাঁর অনুগামীরা এলাকায় বিদায়ী বিধায়ক তথা বিধাননগরের মেয়র সব্যসাচী দত্তের ঘনিষ্ঠ। তাপসবাবু সিপিএম ছেড়ে তৃণমূলে আসা ইস্তকই তাঁর সঙ্গে সব্যসাচীবাবুদের গোলমাল শুরু হয়। ডাম্পি জানান, ৪ নম্বর ওয়ার্ডে রাজু তাঁর হয়ে ভোটের কাজ করছে। রাজুর বিরুদ্ধে অভিযোগ সাজানো দাবি করে ডাম্পি বলেন, ‘‘বাবিন মদ্যপ ছিল বলে শুনেছি। ওকে কে মেরেছে জানি না। ঘটনার সময়ে রাজু ভোটের প্রচারে ব্যস্ত ছিল। সংগঠন দুর্বল করতে তাপসবাবুর লোকজন ওকে ফাঁসাতে চাইছে।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement