Kunal Ghosh

স্নানঘরে পড়ে গিয়ে পা ভাঙল কুণালের, দু’বছর আগে ভেঙেছিল বাঁ পায়ের হাড়, এ বার ডান পা, চোট লেগেছে মাথাতেও

ফের পায়ে চোট পেলেন কুণাল। বাড়ির স্নানঘরে পড়ে গিয়ে ডান পা ভেঙেছে তৃণমূল নেতার। দু’বছর আগে খেলতে গিয়ে বাঁ পায়ের হাড় ভেঙেছিল তাঁর।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ নভেম্বর ২০২৫ ১৬:৩৫
Share:

রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। — ফাইল চিত্র।

বাড়ির স্নানঘরে পড়ে গিয়ে পা ভাঙল তৃণমূল নেতা কুণাল ঘোষের। মাথাতেও আঘাত লেগেছে তাঁর। আহত অবস্থায় তাঁকে ভর্তি করানো হয়েছে সল্টলেকের এক হাসপাতালে। আপাতত হাসপাতালেই চিকিৎসকদের তত্ত্বাবধানে রয়েছেন রাজ্য তৃণমূলের অন্যতম সাধারণ সম্পাদক তথা দলের মুখপাত্র। মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হবে বলে জানা যাচ্ছে। দু’বছর আগে ফুটবল খেলতে গিয়েও এক বার পা ভেঙেছিল কুণালের।

Advertisement

বিপত্তিটি ঘটেছে সোমবার দুপুর দেড়টা নাগাদ। উত্তর কলকাতার গড়পার রোডের বাড়িতে স্নানঘরে ঢুকেছিলেন কুণাল। সেই সময়েই কোনও ভাবে পড়ে যান তিনি। চোটের গুরুত্ব অনুধাবন করে বাড়ির অন্য সদস্যেরাই তাঁকে নিয়ে যান হাসপাতালে। তৃণমূল নেতার ডান পায়ের হাড় ভেঙেছে বলে জানা যাচ্ছে। চোট লেগেছে তাঁর মাথাতেও। হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে মঙ্গলবার তাঁর অস্ত্রোপচার হবে।

২০২৩ সালের ফেব্রুয়ারিতে কলকাতা রেফারি ক্লাবের মাঠে ফুটবল খেলতে গিয়ে পা ভেঙেছিল তৃণমূল নেতার। ওই সময় ভেঙেছিল তাঁর বাঁ পায়ের হাড়। ‘রিপোর্টার্স কাপ’-এর ফাইনালের দ্বিতীয়ার্ধের খেলা চলাকালীন বিপত্তি ঘটেছিল। বাঁ পায়ে চোট লেগেছিল তৃণমূল নেতার। খেলার মাঝপথে মাঠ ছেড়ে সাইডলাইনে গিয়ে বসতে হয়েছিল তাঁকে। প্রথমে সামান্য চোট বলে মনে হলেও পরে যন্ত্রণা বৃদ্ধি পায়। তখন তাঁকে ভর্তি করানো হয় কলকাতার এক হাসপাতালে।

Advertisement

পরে কুণাল জানিয়েছিলেন, তাঁর বাঁ পায়ের ফিবুলাতে ফ্র্যাকচার হয়েছে। পায়ে প্লাস্টারও করতে হয়েছিল তাঁকে। পরে ওই পায়ে অস্ত্রোপচার করে প্লেট বসানো হয়। এ বার অন্য পায়েরও হাড় ভাঙল তৃণমূল নেতার।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement