বিবেকানন্দ উড়ালপুল ভেঙে পড়ার ঘটনায় সরাসরি তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল উঠল এ বার। তৃণমূল নেতা সঞ্জয় বক্সির ভাইপো রজত বক্সি এই উড়ালপুলের সাবকনট্রাক্টর। জানালেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরি এবং বিজেপি নেতা সিদ্ধার্থনাথ সিংহ। রজত বক্সির সংস্থাই ঢালাইয়ের মিশ্রণে বালি বেশি করে মিশিয়েই এই বিপত্তি ঘটিয়েছে রজত বক্সির সংস্থা। অভিযোগ অধীরের। তার মধ্যেই তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের বিস্ফোরক দাবি, ‘‘উড়ালপুলের নকশা পরিবর্তন করতে বলেছিলাম। কিন্তু করা হয়নি।’’
গণেশ টকিজ মোড়ে বৃহস্পতিবার উড়ালপুল ভেঙে পড়ার পর থেকেই রাজ্যের শাসক দলের দিকে অভিযোগের আঙুল উঠতে শুরু করে। দমকল মন্ত্রী জাভেদ খান এবং কলকাতার মেয়র শোভন চট্টোপাধ্যায় ঘটনাস্থলে গিয়ে বিক্ষোভের মুখে পড়েন। পরে মুখ্যমন্ত্রী এই দুর্ঘটনার দায় বামেদের দিকে ঠেলার চেষ্টা করেন। তিনি শুক্রবারও একই অভিযোগ করেন। পশ্চিম মেদিনীপুরের দাঁতনে একটি জনসভায় তিনি এ দিন বলেন, ‘‘ওরা তিন-চারটে ব্রিজ করেছে। ওগুলো ভেঙে গিয়েছে। আবার আমাদের করতে হচ্ছে। এমন প্ল্যানিং আর টেন্ডার করল যে ভেঙেই গেল।’’
মুখ্যমন্ত্রীর এই মন্তব্যে কিন্তু ড্যামেজ কন্ট্রোল হয়নি। কারণ কেঁচো খুঁড়তে কেউটে বেরিয়ে পড়েছে দুর্ঘটনার পরের দিনই। হায়দরাবাদের সংস্থা এই উড়ালপুল নির্মাণের বরাত পেয়েছিল ঠিকই। কিন্তু সেই সংস্থার অধীনে সাব-কন্ট্রাক্টর হিসেবে নাকি কাজ করছিলেন রজত বক্সি। সঞ্জয় বক্সির ভাইপো রজতের সংস্থাই নিকৃষ্ট মানের মশলা দিয়ে ঢালাই করছিল বলে অভিযোগ উঠেছে। ঢালাইতে সিমেন্ট কম দিয়ে বেশি পরিমাণে বালি দেওয়াতেই নির্মীয়মান উড়ালপুল গত কাল ভেঙে পড়ে এবং এত জনের প্রাণ নেয়। দাবি সিদ্ধার্থনাথ এবং অধীরের।
আরও পড়ুন:
পরিবারটা আচমকা ছোট করে দিয়েছে উড়ালপুল, সুখী ফ্ল্যাট এখন খাঁ খাঁ
এর মধ্যে উত্তর কলকাতার তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের একটি মন্তব্য তৃণমূলের অস্বস্তি আরও বাড়িয়ে দিয়েছে। সুদীপ শুক্রবার সকালে বলেন, ‘‘আমি বলেছিলাম উড়ালপুলের নকশায় গন্ডগোল রয়েছে। নকশা বদলে রিমডেলিং করা উচিত। কিন্তু তা করা হয়নি।’’ অধীর চৌধুরী এই প্রসঙ্গে বলেন, ‘‘এই ব্রিজের টেন্ডারে মমতার নেতামন্ত্রীরা টাকা খেয়েছে। তাই সব জেনেবুঝেও মুখ্যমন্ত্রী চুপ করে রয়েছেন।’’ গত কাল উদ্ধারকাজ শুরু করতে দেরি হওয়ার প্রসঙ্গেও অধীর এ দিন রাজ্য সরকারকে তীব্র আক্রমণ করেন। তিনি বলেন, ‘‘উদ্ধার কাজ শুরু করার মতো প্রাথমিক প্রস্তুতিটুকুও এই সরকারের নেই। আমি যখন গিয়েছি মানুষ তখন চিৎকার করে বলছে, সামরিক বাহিনীকে ডাকা হোক। আর পুলিশ বলছে দেখছি। উদ্ধার কাজ চালানোর গোল্ডেন আওয়ারটাই দেখছি দেখছি করে নষ্ট করে দিয়েছে।’’
বিরোধীদের সমালোচনায় সরব হয়েছেন ববি হাকিম। তিনি বলেন, ‘‘সিদ্ধার্থনাথ সিংহ মৃত্যু নিয়ে রাজনীতি করছেন। আমি তো শুধু জানি আইভিআরসিএল উড়ালপুল তৈরির কাজ করছিল। আর কে কাজ করছিল আমার জানা নেই।’’