তোলা ‘চাওয়ায়’ ধৃত নেতা

বিধাননগর আদালতে তোলা হলে ধৃত তৃণমূল নেতাকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক। অভিযোগ, সি কে ব্লকে জনৈক ঠিকাদার বিদ্যুৎ দাসের অফিসে গিয়ে গত ১২ জুন পাঁচ লক্ষ টাকা দাবি করেন দিলীপবাবু।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৭ জুন ২০১৭ ০১:২৯
Share:

প্রতীকী ছবি।

মুখ্যমন্ত্রী একাধিক বার সতর্ক করার পরেও হুঁশ ফিরল না। তোলাবাজির অভিযোগে শুক্রবার সকালে বিধাননগরের তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতা দিলীপ ঘোষকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতার হয়েছেন তাঁর তিন সহযোগীও। এ দিন বিধাননগর আদালতে তোলা হলে ধৃত তৃণমূল নেতাকে চার দিনের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন বিচারক।

Advertisement

অভিযোগ, সি কে ব্লকে জনৈক ঠিকাদার বিদ্যুৎ দাসের অফিসে গিয়ে গত ১২ জুন পাঁচ লক্ষ টাকা দাবি করেন দিলীপবাবু। টাকা না দিলে সল্টলেকে বিদ্যুৎবাবুকে কাজ করতে দেওয়া হবে না বলেও শাসানো হয়। বিদ্যুৎবাবু ও তাঁর এক সহযোগীকে হেনস্থাও করা হয়। যদিও দিলীপবাবুর আইনজীবীর দাবি, সমস্ত অভিযোগ মিথ্যা। তাঁর মক্কেল কোনও টাকা চাননি। কাউকে হুমকিও দেননি।

এর আগে ওই শ্রমিক নেতার বিরুদ্ধে ঠিকাদারদের মারধরের ঘটনায় মদত দেওয়ার অভিযোগ উঠেছিল। ঘটনাটি ঘটেছিল উন্নয়ন ভবনের সামনে। যদিও ওই ক্ষেত্রেও সব অভিযোগই অস্বীকার করেছিলেন তিনি। এ দিন ওই তৃণমূল নেতাকে থানায় জিজ্ঞাসাবাদের জন্য ডেকে পাঠানো হয়। কিন্তু তাঁর বক্তব্যে বেশ কিছু অসঙ্গতি মেলায় তাঁকে গ্রেফতার করে পুলিশ।

Advertisement

দিলীপবাবু এলাকায় বিধায়ক সুজিত বসুর অনুগামী বলেই পরিচিত। সুজিতবাবু অবশ্য কোনও প্রতিক্রিয়া দিতে চাননি। তবে বিধাননগরের মেয়র সব্যসাচী দত্ত বলেন, ‘‘ওই নামে আমাদের দলে কেউ রয়েছেন কি না, জানি না। আইন আইনের পথে চলবে।’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন