অটো-দৌরাত্ম্য রুখতে কড়া দাওয়াই মন্ত্রীর

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার সুযোগ নিয়ে এক শ্রেণির অটোচালকের বিরুদ্ধে বারবার অস্বাভাবিক ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ২৬ সেপ্টেম্বর ২০১৮ ০০:৩৩
Share:

মাঝেরহাট সেতু ভেঙে পড়ার সুযোগ নিয়ে এক শ্রেণির অটোচালকের বিরুদ্ধে বারবার অস্বাভাবিক ভাড়া নেওয়ার অভিযোগ উঠছে।

Advertisement

অটোচালকেরা যাত্রীদের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বা তাঁদের হেনস্থা করেছেন জানতে পারলে এ বার স্বতঃপ্রণোদিত হয়েই ব্যবস্থা নেবে পরিবহণ দফতর। বেপরোয়া অটোচালকদের বাগে আনতে এবং তাঁদের উপরে নজরদারি চালাতে বেহালা-নিউ আলিপুর এলাকায় আট জন এমভিআই (মোটর ভেহিক্‌লস ইনস্পেক্টর) নিয়ে দু’টি বিশেষ দল নামাচ্ছে পরিবহণ দফতর। অটোস্ট্যান্ডগুলির উপরে নজরদারি ছাড়াও অভিযোগ পেলে ঘটনাস্থলেই ব্যবস্থা নেবেন তাঁরা৷ পরিবহণ দফতর ব্যবস্থা নেওয়ার পরে অটোচালকেরা রাস্তায় নেমে প্রতিবাদ করলে পুলিশকে তা কঠোর হাতে দমন করার নির্দেশ দিয়েছেন খোদ পরিবহণ মন্ত্রী শুভেন্দু অধিকারী।

পরিবহণ দফতর সূত্রের খবর, গত সপ্তাহে বেহালার পিভিডি অফিসে মাঝেরহাট সেতু পরবর্তী পরিবহণ পরিস্থিতি নিয়ে বৈঠক করেন মন্ত্রী। সেখানেই সেতু ভাঙার সুযোগ নিয়ে তারাতলা, রাসবিহারী, নিউ আলিপুর, গার্ডেনরিচ, ঠাকুরপুকুর, বেহালার বিভিন্ন রুটের অটো চালকদের অতিরিক্ত ভাড়া আদায় এবং নির্দিষ্ট রুটে অটো না চালানোর প্রসঙ্গ ওঠে। তার পরেই

Advertisement

মন্ত্রী এই সিদ্ধান্ত নেন। সম্প্রতি পরিবহণ দফতর প্রায় ১০০জন এমভিআই নিয়োগ করেছে। তাঁদেরই কয়েক জনকে অটো-দৌরাত্ম্য ঠেকানোর কাজে নামানো হচ্ছে বলে খবর।

পুলিশের একাংশ জানাচ্ছে, নির্দিষ্ট রুটে না চলা, যাত্রী প্রত্যাখ্যান বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ উঠলে এমভিআই অভিযুক্ত চালকের রুট পারমিট বাতিল-সহ একাধিক কঠোর ব্যবস্থা নিতে পারেন। এক পুলিশকর্তা জানান, অটো চালকদের দৌরাত্ম্য ঠেকানোর জন্য দীর্ঘদিন ধরে চেষ্টা চললেও কোনও সুরাহা হয়নি। মন্ত্রীর এই নিদানের পরে অবস্থার উন্নতি হবে বলেই আশা।

ট্র্যাফিক পুলিশ সূত্রের খবর, মাঝেরহাট সেতু ভাঙার পরে যানজটের কারণে বিভিন্ন সময়ে রাসবিহারী, নিউ আলিপুর, বেহালা রুটের অটোকে বিকল্প রুটে যাতায়ত করতে হয়েছে। অভিযোগ, এ জন্য এক শ্রেণির অটোচালকেরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া দাবি করছেন। যা নিয়ে প্রতিদিনই চালক-যাত্রী গোলমাল লেগেই রয়েছে।

এ দিনের বৈঠকে পুজোর আগে মাঝেরহাট সেতুর দক্ষিণ অংশের যান চলাচল ব্যবস্থার যাতে উন্নতি হয় তা নিয়ে মন্ত্রী আলোচনা করেন। বেহালা-ঠাকুরপুকরে বিভিন্ন রুটে ৬০টি বাস চালানোর সিদ্ধান্তও হয় ওই বৈঠকে। ছোট ছোট রুটে ওই বাস চলাচল শুরু হয়েছে বলে পুলিশ জানিয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন