গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
বিজয়াদশমী হয়ে গিয়েছে। কিন্তু কলকাতায় শারদোৎসবের ছন্দ এখনও কাটেনি। কারণ, রেড রোডের কার্নিভালও এখন শারদীয়ার অঙ্গ হয়ে উঠেছে। আজ বিকেল সাড়ে ৪টে থেকে রেড রোডে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতে হবে পুজোর সেই কার্নিভাল। জেলায় জেলায় দুর্গাপুজোর কার্নিভাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। আর আজ কলকাতার কার্নিভাল দিয়ে শেষ হবে এ বারের শারদোৎসব। কলকাতার প্রায় ১০০টির বেশি পুজো কমিটি এই কার্নিভালে অংশ নেবে। থাকবে সুরুচি সংঘ, চেতলা অগ্রণী, শ্রীভূমি স্পোর্টিং ক্লাব, বেহালা নূতন দল, হাতিবাগান সর্বজনীন, টালা প্রত্যয়, কালীঘাট মিলন সংঘের মতো পুজো কমিটি। কার্নিভাল শেষে প্রতিমা বিসর্জন হবে গঙ্গার বিভিন্ন ঘাটে।
আজ কলকাতা-সহ দক্ষিণবঙ্গের সব জেলায় ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে। তবে জেলার সব জায়গায় ঝড়বৃষ্টি হবে না। বিক্ষিপ্ত ভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে জেলার কিছু জায়গায়। সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে বইতে পারে ঝোড়ো হাওয়া। এর মধ্যে মুর্শিদাবাদ এবং নদিয়ায় ভারী (৭ থেকে ১১ সেন্টিমিটার) বৃষ্টির পূর্বাভাস রয়েছে। উত্তরবঙ্গের পাঁচ জেলায় আজ ভারী থেকে অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার— এই পাঁচ জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। এর মধ্যে আলিপুরদুয়ারে অতি প্রবল (২০ সেন্টিমিটারের বেশি) বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেখানে জারি করা হয়েছে লাল সতর্কতা। উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। দক্ষিণ দিনাজপুর ও মালদহে ঝড়বৃষ্টির জন্য হলুদ সতর্কতা জারি করা হয়েছে।
আজ আবার মহারণ। মহিলাদের বিশ্বকাপে মুখোমুখি ভারত এবং পাকিস্তান। খাতায়-কলমে এবং পরিসংখ্যানের বিচারে অনেকটাই এগিয়ে থেকে শুরু করছে হরমনপ্রীত কৌরের ভারত। এক দিনের ক্রিকেটে পাকিস্তান এখনও একবারও হারাতে পারেনি ভারতকে। ১১টি ম্যাচ খেলে সবকটিই জিতেছে ভারত। এ বারের বিশ্বকাপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে হারিয়ে ভারত আত্মবিশ্বাসী। অন্য দিকে পাকিস্তান তাদের প্রথম ম্যাচে হেরে গিয়েছে বাংলাদেশের কাছে। আজ কী হবে? প্রশ্ন থাকছে খেলার বাইরের নাটক নিয়েও। আজ কি হরমনপ্রীতেরা হাত মেলাবেন ফতিমা সানার পাকিস্তান দলের সঙ্গে? তৈরি হবে কি নতুন বিতর্ক? খেলা শুরু বিকেল ৩টে থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
আজ রেড রোডে দুর্গাপুজোর কার্নিভালের দিন শহরে মিছিল রয়েছে বিজেপি-ঘনিষ্ঠ একটি সংগঠনের। গত ২৩ সেপ্টেম্বর কলকাতা জলমগ্ন হওয়ার ঘটনায় ১২ জনের মৃত্যুর প্রতিবাদে ওই মিছিল। বিজেপি-ঘনিষ্ঠ ‘খোলা হাওয়া’ নামে একটি সংগঠন ওই মিছিলের আয়োজন করেছে। তাদের বক্তব্য, এত জনের মৃত্যু শুধুমাত্র দুর্ঘটনার ফলে হয়নি। মৃত্যুর পিছনে প্রশাসনের গাফিলতিও রয়েছে। কলেজ স্কোয়ার থেকে শুরু হয়ে ওই মিছিল যাবে ধর্মতলার ডোরিনা ক্রসিং পর্যন্ত। বিকেল ৫টা থেকে ওই কর্মসূচি শুরু হওয়ার কথা। রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী ওই পদযাত্রায় অংশ নেওয়ার কথা জানিয়েছেন। সংগঠনটি জানিয়েছে, মৃতদের স্মৃতির উদ্দেশে ওই পদযাত্রা। আজ নজর থাকবে এই কর্মসূচির দিকে।