গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ কলকাতায় আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আগামিকাল কলকাতায় ভারতীয় সেনার যৌথ কমান্ডার সম্মেলনের উদ্বোধন করবেন তিনি। তিন দিন ব্যাপী এই সম্মেলনের উদ্বোধনে প্রধানমন্ত্রী কী বার্তা দেন, সে দিকে নজর রয়েছে সকলের। অপারেশন সিঁদুর বা ভারতের সাম্প্রতিক কূটনৈতিক সম্পর্ক নিয়ে প্রধানমন্ত্রী সোমবার কিছু বলেন কি না, নজর থাকবে সে দিকেও।
গত রবিবারের পরে আজ আবার স্কুল সার্ভিস কমিশন (এসএসসি)-এর শিক্ষক নিয়োগের পরীক্ষা রয়েছে। আজ একাদশ-দ্বাদশ শ্রেণিতে শিক্ষক নিয়োগের পরীক্ষায় বসতে চলেছেন ২,৪৬,৫০০ পরীক্ষার্থী। ভাবমূর্তি পুনরুদ্ধারে ‘বিশুদ্ধ’ পরীক্ষা পদ্ধতিতে এ বারও কোনও ত্রুটি রাখতে চায় না স্বশাসিত এসএসসি। টুকলি বা প্রশ্নফাঁসের মতো অভিযোগ যাতে উঠতে না-পারে তাই বেশ কিছু পদক্ষেপ করেছে কমিশন। আজ পরীক্ষা শুরু হবে বেলা ১২টা থেকে। শেষ হবে দুপুর দেড়টায়। তবে পরীক্ষাকেন্দ্রে সকাল ১০টা থেকেই ঢুকতে পারবেন পরীক্ষার্থীরা। পৌনে ১২টা পর্যন্ত পরীক্ষাকেন্দ্রে ঢুকতে পারবেন তাঁরা।
এশিয়া কাপে আজ মহারণ। লড়াই ভারত বনাম পাকিস্তানের। সকলেই বলছেন, ধারে-ভারে অনেকটাই এগিয়ে ভারত। তবু টি-টোয়েন্টি ক্রিকেটে কিছুই বলা যায় না। দু’-তিন ওভারে খেলা ঘুরে যায়। তার উপর ভারত-পাকিস্তান ম্যাচে সব সময়ই আলাদা চাপ, উত্তেজনা থাকে। মারকাটারি ম্যাচে আজ কী হবে? খেলা শুরু রাত ৮টা থেকে। খেলা দেখা যাবে সোনি স্পোর্টস চ্যানেল ও সোনি লিভ অ্যাপে।
কলকাতা ফুটবল লিগে আজ বড় ম্যাচ। এ বারের লিগ কারা জিতবে তার জন্য সম্ভবত এই ম্যাচটিই সবচেয়ে গুরুত্বপূর্ণ। মুখোমুখি ইস্টবেঙ্গল এবং ডায়মন্ড হারবার। তার উপর ডুরান্ড সেমিফাইনালে হারের বদলা নেওয়ার সুযোগ লাল-হলুদের সামনে। কিশোর ভারতী স্টেডিয়ামে কারা শেষ হাসি হাসবে? খেলা বিকেল ৩টে থেকে।
নেপালের অন্তর্বর্তী প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন সে দেশের সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কী। শনিবার নেপালের বিভিন্ন হাসপাতালে ঘুরে গণবিক্ষোভের সময়ে আহতদের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন তিনি। তরুণদের বিদ্রোহের পরে ধীরে ধীরে শান্ত হতে শুরু করেছে নেপাল। কিছু এলাকায় আংশিক শিথিল করা হচ্ছে কার্ফুও। এ অবস্থায় নেপালের পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
শুক্রবার মালদহে আদিবাসী ছাত্রী অনিন্দিতা সরেনের রহস্যজনক মৃত্যুর ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। দক্ষিণ দিনাজপুরের বাসিন্দা ওই ছাত্রী আরজি কর মেডিক্যাল কলেজের পড়ুয়া ছিলেন। প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে, ওষুধের ওভারডোজ়ের কারণে ওই তরুণীর মৃত্যু হয়েছে। বিভিন্ন সূত্রের দাবি, প্রেমিকের সঙ্গে অশান্তির জেরে আত্মহত্যা করেছেন অনিন্দিতা। যদিও পরিবারের দাবি, মেয়েকে খুন করা হয়েছে। ছাত্রীর দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। সেই রিপোর্ট প্রকাশ্যে এলে মৃত্যুর কারণ নিয়ে ধোঁয়াশা কাটবে। ছাত্রীমৃত্যুর তদন্ত কোন পথে এগোয়, সে দিকে নজর থাকবে।
আজও দক্ষিণবঙ্গে থাকবে গরম এবং অস্বস্তি। সেই সঙ্গে বিক্ষিপ্ত ভাবে চলবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি। কয়েক জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সঙ্গে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিতে দমকা ঝোড়ো হাওয়া বইতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পূর্ব বর্ধমান, বীরভূম, নদিয়া, মুর্শিদাবাদে জারি করা হয়েছে হলুদ সতর্কতা। আজ অতি ভারী (৭ থেকে ২০ সেন্টিমিটার) বৃষ্টির সম্ভাবনা রয়েছে দার্জিলিং, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়িতে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি (৭ থেকে ১১ সেন্টিমিটার) হতে পারে কালিম্পং, কোচবিহার এবং উত্তর দিনাজপুর জেলায়।
বিশ্ব অ্যাথলেটিক্স আজ দ্বিতীয় দিনে পড়ছে। জাপানের টোকিয়োয় হচ্ছে প্রতিযোগিতা। আজ দুই ভারতীয়ের ইভেন্ট রয়েছে। পুরুষদের হাই জাম্পের যোগ্যতা অর্জন পর্বে নামছেন সর্বেশ অনিল কুশারে। তঁর ইভেন্ট বিকেল ৩:১০-এ। সন্ধ্যা ৬টায় ১০ হাজার মিটারে নামবেন গুলভীর সিংহ।
এই মাসের শেষেই শুরু হয়ে যাবে মহিলাদের বিশ্বকাপ ক্রিকেট। আজ থেকে তার প্রস্তুতি শুরু হয়ে যাচ্ছে ভারতের। হরমনপ্রীত কৌরের দল তিন ম্যাচের এক দিনের সিরিজ় খেলবে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে। ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে নামার আগে প্রস্তুতির সুযোগ পাবে অ্যালিসা হিলির দলও। আজ খেলা শুরু দুপুর ১:৩০ থেকে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়োহটস্টার অ্যাপে।
ইংলিশ প্রিমিয়ার লিগে আজ ম্যাঞ্চেস্টার ডার্বি। ম্যাঞ্চেস্টার সিটি মুখোমুখি ম্যাঞ্চেস্টার ইউনাইটেডের। খেলা রাত ৯টা থেকে। দুই দলেরই এটি চতুর্থ ম্যাচ। ম্যাঞ্চেস্টার ইউনাইটেড একটি জিতেছে, একটি ড্র করেছে, একটি হেরেছে। সিটি একটি জিতেছে, দু’টি হেরে গিয়েছে। খেলা দেখা যাবে স্টার স্পোর্টস চ্যানেল ও জিয়ো হটস্টার অ্যাপে। স্প্যানিশ লিগে রয়েছে বার্সেলোনার খেলা। তাদের সামনে ভ্যালেন্সিয়া। খেলা রাত ১২:৩০ থেকে।