গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
দিন শুরু করার আগে এক নজরে দেখে নিন খবরের দুনিয়ায় আজ কোন কোন গুরুত্বপূর্ণ ঘটনা রয়েছে।
আজ, সোমবার কালীপুজো। শব্দবাজি রুখতে এ বার তৎপর কলকাতা পুলিশ। গত বছর থেকে বাজির শব্দের ঊর্ধ্বসীমা ৯০ থেকে বাড়িয়ে ১২৫ ডেসিবেল করে দেওয়া হয়েছে। তার পরেও কিছু কিছু জায়গায় সেই মাত্রা ছাড়িয়েছে। তবে এ বার পুলিশ জানিয়ে দিয়েছে, কালীপুজোর রাতে ৮টা থেকে ১০টা— শুধু এই দু’ঘণ্টাই সবুজ বাজি ফাটানোয় ছাড় রয়েছে। কিন্তু সেই নির্দেশ বহু ক্ষেত্রেই মানার বালাই থাকে না বলে অভিযোগ। লালবাজারের স্পষ্ট নির্দেশ, নিয়ম অমান্য হলে আইন মেনে কড়া পদক্ষেপ করা হবে। থানাগুলিও যাতে সুপ্রিম কোর্ট, কলকাতা হাই কোর্ট এবং রাজ্যের দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের নির্দেশ মেনে পদক্ষেপ করে, সে ব্যাপারেও স্পষ্ট বার্তা দেওয়া হয়েছে।
ইজ়রায়েল এবং হামাসের মধ্যে সংঘর্ষ থেমেও থামছে না। কয়েক দিন আগেই শান্তি সমঝোতা হয়েছে দু’দেশের। তবে সেই সংঘর্ষবিরতির মধ্যেই গাজ়ায় হামলা চালানোর অভিযোগ উঠেছে ইজ়রায়েলি বাহিনীর বিরুদ্ধে। অন্য দিকে ইজ়রায়েলেরও অভিযোগ, হামাস সমঝোতা ভেঙে তাদের উপর হামলা করেছে। এ অবস্থায় গাজ়ার পরিস্থিতির দিকে নজর থাকবে আজ।
কাতারের রাজধানী দোহায় শান্তি বৈঠকের পরে সংঘর্ষবিরতিতে রাজি হয়েছে পাকিস্তান এবং আফগানিস্তান। কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় সংঘর্ষবিরতিতে সম্মত হয়েছে দু’দেশ। বুধবার ৪৮ ঘণ্টার সাময়িক সংঘর্ষবিরতিতে রাজি হয়েছিল দুই পক্ষ। শুক্রবার তার মেয়াদ শেষ হলে ফের উত্তেজনা ছড়িয়েছিল। এ বার দোহায় শান্তি বৈঠকের পরে পরিস্থিতি কেমন থাকে সে দিকে নজর থাকবে আজ।
রান পেলেন না রোহিত শর্মা এবং বিরাট কোহলি। ২২৪ দিন পর ভারতের জার্সিতে মাঠে নেমে দু’জনেই ব্যর্থ। অস্ট্রেলিয়ার কাছে প্রথম এক দিনের ম্যাচে ভারত হারল ৭ উইকেটে। মাঝে তিন দিনের বিরতি। বৃহস্পতিবার দ্বিতীয় এক দিনের ম্যাচ। হারের ধাক্কা সামলে ঘুরে দাঁড়াবেন শুভমন গিলেরা? ভারতীয় দলের খবর।
বিশ্বকাপে হারের হ্যাটট্রিক ভারতের। দক্ষিণ আফ্রিকা, অস্ট্রেলিয়ার পর ইংল্যান্ডের কাছেও হেরে আরও কোণঠাসা হরমনপ্রীত কৌরের দল। ক্রমশ ফিকে হচ্ছে সেমিফাইনালে যাওয়ার সম্ভাবনা। এখন শেষ দু’ম্যাচে নিউ জ়িল্যান্ড এবং বাংলাদেশকে শুধু হারালেই চলবে না, ভারতকে তাকিয়ে থাকতে হবে অন্য দলের ম্যাচের দিকেও। ছেলেদের মতো মেয়েদেরও পরের ম্যাচ বৃহস্পতিবার। ভারতীয় দলের সব খবর।