রাস্তায় ধস, বন্ধ রইল যান চলাচল

দিন কয়েক আগেও রাস্তায় তৈরি হয়েছিল গর্ত। কিন্তু প্যাচওয়ার্ক করেই কাজ সেরেছিলেন পুর-কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় সেই রাস্তাতেই ফের নামল ধস। গাড়ি চলাচল বন্ধই করে দিতে হল বেলুড় থেকে হাওড়া যাওয়ার প্রধান রাস্তা লালাবাবু সায়র রোডে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ জুলাই ২০১৬ ০০:৪১
Share:

দিন কয়েক আগেও রাস্তায় তৈরি হয়েছিল গর্ত। কিন্তু প্যাচওয়ার্ক করেই কাজ সেরেছিলেন পুর-কর্তৃপক্ষ। সোমবার সন্ধ্যায় সেই রাস্তাতেই ফের নামল ধস। গাড়ি চলাচল বন্ধই করে দিতে হল বেলুড় থেকে হাওড়া যাওয়ার প্রধান রাস্তা লালাবাবু সায়র রোডে।

Advertisement

পুলিশ জানায়, বালির দিক থেকে বাস ও অন্য যানবাহন বেলুড় বাজারের কাছে এসে লালাবাবু সায়র রোড ধরে হাওড়ার দিকে যায়। কিছু দিন আগে ওই রাস্তায় গর্ত তৈরি হয়ে ধস নামে। তখন পুরসভা মেরামতির কাজ করেছিল। কিন্তু জোড়াতাপ্পি দিয়ে কাজ করায় ফের সমস্যা দেখা দিয়েছে। পুর ইঞ্জিনিয়ারদের অনুমান, রাস্তার নীচে থাকা জলের পাইপ ভারী গাড়ির চাপে ফেটে গিয়েই এই বিপত্তি। তাঁদের মতে, জল রাস্তার নীচ দিয়ে ভিতরে ঢুকে মাটি নরম করে দিয়েছে। তার ফলেই গাড়ির চাকার চাপে ধস তৈরি হয়েছে।

পুলিশ জানায়, দুর্ঘটনার আশঙ্কায় বালির দিক থেকে আসা সব গাড়িকে জি টি রোড দিয়ে হাওড়ার দিকে পাঠানো হয়। স্থানীয় কাউন্সিলর চৈতালী বিশ্বাস বলেন, ‘‘কয়েক দিন আগেও কাজ হয়েছে। ফের কেন ধস নামল, তা খতিয়ে দেখতে বলেছি ইঞ্জিনিয়ারদের। রাতেই কাজ শুরু করতে বলেছি।’’

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন