বোমাতঙ্ক, ব্যাহত ট্রেন চলাচল

গায়ে সুতলি জড়ানো টেনিস বলের মতো একটি জিনিস। সেটিকে বোমা সন্দেহ করায় রবিবার সকালে পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনের মধ্যে এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হল। তার জেরে এ দিন শিয়ালদহ দক্ষিণ শাখায় ৩০টি ট্রেন আধ ঘণ্টা দেরিতে চলেছে বলে রেল সূত্রে খবর। 

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ নভেম্বর ২০১৮ ০১:২৮
Share:

গায়ে সুতলি জড়ানো টেনিস বলের মতো একটি জিনিস। সেটিকে বোমা সন্দেহ করায় রবিবার সকালে পার্ক সার্কাস ও শিয়ালদহ স্টেশনের মধ্যে এক ঘণ্টা ট্রেন চলাচল বিঘ্নিত হল। তার জেরে এ দিন শিয়ালদহ দক্ষিণ শাখায় ৩০টি ট্রেন আধ ঘণ্টা দেরিতে চলেছে বলে রেল সূত্রে খবর।

Advertisement

রেলপুলিশ সূত্রের খবর, এ দিন সকাল ১০টা ৪০ মিনিট নাগাদ শিয়ালদহ দক্ষিণ শাখায় পার্ক সার্কাস স্টেশনের কাছে রেললাইনের উপরে বোমার মতো বস্তুটি পড়ে থাকতে দেখে এক রেলকর্মী আরপিএফকে খবর দেন। খবর পেয়েই আরপিএফ ও জিআরপি গিয়ে জায়গাটি ঘিরে দেয়। খবর দেওয়া হয় রেলের শিয়ালদহ শাখার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে। সকাল সাড়ে ১১টা নাগাদ বম্ব স্কোয়াডের কর্মীরা ওই গোলাকার বোমার মতো বস্তুটি উদ্ধার করে অন্যত্র সরিয়ে নিয়ে যায়। বম্ব স্কোয়াড জানিয়েছে, পরীক্ষা করে দেখা যায়, সেটি বোমা নয়।

রেলপুলিশের এক আধিকারিকের কথায়, ‘‘টেনিস বলের মতো সুতোয় মোড়ানো দেখে বোমা ভেবেছিলেন ওই কর্মী। তাই ট্রেন চলাচলে বাড়তি নিয়ন্ত্রণ এনেছিলাম।’’

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement