Sikkim Tour

পর্যটন মেলায় খোঁজ সিকিমের নতুন দুই জায়গার

ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সিকিম বরাবরই অন্যতম পছন্দের জায়গা। পর্যটকদের কাছে সিকিমকে আরও আকর্ষণীয় করতে দু’টি নতুন পর্যটন কেন্দ্র তুলে ধরা হল।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১১ জুলাই ২০২৫ ০৬:৫৭
Share:

দক্ষিণ সিকিমের ইয়াঙ্গাং এবং পশ্চিম সিকিমের সোরেং নামে দু’টি নতুন পর্যটন কেন্দ্র সামনে আনা হয়। —প্রতীকী চিত্র।

কথায় আছে, ‘বাঙালির পায়ের তলায় সর্ষে’। ছুটি পেলেই ঘুরে বেড়ানোয় বাঙালির জুড়িমেলা ভার! আর এই ভ্রমণপ্রিয় বাঙালির কাছে সিকিম বরাবরই অন্যতম পছন্দের জায়গা। পর্যটকদের কাছে সিকিমকে আরও আকর্ষণীয় করতে দু’টি নতুন পর্যটন কেন্দ্র তুলে ধরা হল।

বৃহস্পতিবার থেকে সায়েন্স সিটি সংলগ্ন বিশ্ব বাংলা মেলা প্রাঙ্গণে শুরু হয়েছে ভ্রমণ মেলা। এই মেলায় সিকিম পর্যটন দফতরের তরফে দক্ষিণ সিকিমের ইয়াঙ্গাং এবং পশ্চিম সিকিমের সোরেং নামে দু’টি নতুন পর্যটন কেন্দ্র সামনে আনা হয়। পাশাপাশি, এ দিন ওই দু’টি এলাকার পর্যটনের সুবিধাবিস্তারিত ভাবে জানাতে একটি আলোচনাসভারও আয়োজন করা হয়েছিল। অংশ নেন সিকিম বিধানসভার ডেপুটি স্পিকার রাজকুমারী থাপা এবংসোরেংয়ের বিধায়ক আদিত্য গোলে।

এ দিন আলোচনাসভায় আদিত্য গোলে বলেন, ‘‘সিকিমের নতুন দু’টি জায়গা প্রাকৃতিক সৌন্দর্যে পূর্ণ। দার্জিলিঙের সঙ্গে যোগাযোগের একাধিক রাস্তাও রয়েছে। পাশাপাশি একাধিক বিকল্প রাস্তা তৈরি হচ্ছে। দু’টি স্থানেই পর্যটকদের জন্য স্থানীয় সংস্কৃতির পাশাপাশি গ্রামীণ সিকিম দেখার সুযোগ থাকছে। তৈরি হয়েছে একাধিক হোম-স্টে। আমাদের আশা, পর্যটকেরা সেখানে গেলে হতাশহবেন না।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন