Rajib Banerjee

বনমন্ত্রীর গাড়িতে ধাক্কা ছোট লরির, ধৃত চালক

দুপুর আড়াইটে নাগাদ রাসবিহারী কানেক্টরে রাজডাঙা নবপল্লির সামনে পৌঁছয় মন্ত্রীর গাড়ি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৪ জানুয়ারি ২০২১ ০২:২৪
Share:

—ফাইল চিত্র

দুর্ঘটনায় পড়ল রাজ্যের বনমন্ত্রী রাজীব বন্দ্যোপাধ্যায়ের গাড়ি। রবিবার দুপুরে পাথরকুচি বোঝাই একটি ছোট লরি আচমকা মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে। অবশ্য বনমন্ত্রী-সহ অন্যান্য আরোহীরা সকলেই সুরক্ষিত রয়েছেন। পুলিশ ছোট লরির চালককে গ্রেফতার করেছে। সূত্রের খবর, এ দি‌ন দুপুরে নিজের বিধানসভা এলাকা ডোমজুড় থেকে বেরিয়ে কসবায় একটি অনুষ্ঠানে যোগ দিতে যাচ্ছিলেন রাজীব। গাড়িতে তাঁর সঙ্গে নিরাপত্তারক্ষীরা ছিলেন।

Advertisement

পুলিশ জানায়, দুপুর আড়াইটে নাগাদ রাসবিহারী কানেক্টরে রাজডাঙা নবপল্লির সামনে পৌঁছয় মন্ত্রীর গাড়ি। সেই সময়ে আচমকা পিছন থেকে ওই ছোট লরিটি বেপরোয়া গতিতে এসে রাজীবের গাড়ির ডান দিকে সজোরে ধাক্কা মারে। তাতে গাড়ির ডান দিকের বেশ খানিকটা অংশ দুমড়ে যায়।

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, ওভারটেক করে বেপরোয়া গতিতে চালাতে গিয়েই পাথরকুচি বোঝাই ছোট লরিটি মন্ত্রীর গাড়িতে ধাক্কা মারে।

Advertisement

ঘটনার পরে রাস্তায় কর্তব্যরত ট্র্যাফিক পুলিশের কর্মীরা ধরে ফেলেন ওই ছোট লরিটি। খবর পেয়ে কসবা থানার পুলিশ এসে সেটি আটক করার পাশাপাশি চালক বিনোদ মিশ্রকে গ্রেফতার করে। তাঁর বিরুদ্ধে বেপরোয়া গাড়ি চালানো-সহ অন্য ধারাতেও মামলা দায়ের করা হয়েছে। ঘটনার পরে সঙ্গে থাকা অন্য একটি গাড়িতে চেপে কসবা চলে যান বনমন্ত্রী।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement