—প্রতিনিধিত্বমূলক চিত্র।
বাংলা ছবিতে কাজের সুযোগ করে দেওয়ার ‘টোপ’ দিয়ে এক কিশোরীকে যৌন হেনস্থার অভিযোগ উঠেছে। পকসো ধারায় মামলা রুজু হয়েছে। সেই ঘটনায় এক রূপান্তরকারী-সহ দু’জনকে গ্রেফতার করেছে কলকাতা পুলিশ। পল্লিশ্রীর বাড়ি থেকে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। আদালতের নির্দেশে ধৃতেরা ১৪ জুলাই পর্যন্ত পুলিশি হেফাজতে থাকবেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ২০২২ থেকে ২০২৪ সালের মধ্যে নির্যাতিতাকে যৌন হেনস্থা করা হয়েছে। সে সময় নির্যাতিতা নাবালিকা ছিল। অভিযোগ, কিশোরীর পোশাক খুলিয়ে তার ছবি ও ভিডিয়ো তোলা হয়েছে। তাকে খারাপ ভাবে স্পর্শ করা হয়েছে। নেতাজিনগর থানায় গত ৮ জুলাই অভিযোগ দায়ের করে নির্যাতিতা। সেই অভিযোগের ভিত্তিতে ভারতীয় ন্যায় সংহিতার নির্দিষ্ট ধারা-সহ পকসো ধারাতেও মামলা রুজু হয়।
তার পরেই এই ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাঁদের আদালতে হাজির করানো হয়। বিচারক ১৪ জুলাই পর্যন্ত তাঁদের পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন।