অটো-লরি ধাক্কা, মৃত ২ ব্যবসায়ী

অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যবসায়ীর। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পদ্মপুকুরে। মৃত এক জনের নাম প্রকাশ সর্দার (২৮)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোচারণ এলাকায়।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ নভেম্বর ২০১৮ ০০:২৯
Share:

অটো ও লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল দুই ব্যবসায়ীর। সোমবার ভোরে ঘটনাটি ঘটেছে বারুইপুর থানার পদ্মপুকুরে। মৃত এক জনের নাম প্রকাশ সর্দার (২৮)। তাঁর বাড়ি দক্ষিণ ২৪ পরগনার গোচারণ এলাকায়। রাত পর্যন্ত আর এক জনের পরিচয় জানা যায়নি। ঘটনার পরেই পালায় অটো ও লরিটি।

Advertisement

পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, অটোটি বারুইপুর থেকে গড়িয়ার দিকে আসছিল। সোনারপুরের গোবিন্দপুর এলাকায় পাইকারি মাছের বাজারে আসছিলেন দক্ষিণ বারাসতের কয়েক জন ব্যবসায়ী। প্রত্যক্ষদর্শীদের থেকে পুলিশ জেনেছে, বারুইপুরগামী লরিটি সরাসরি অটোতে ধাক্কা মারে। ছিটকে পড়েন চালকের পাশে বসে থাকা দু’জন। বারুইপুর হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা প্রকাশকে মৃত ঘোষণা করেন।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, বারুইপুর থানা থেকে কিছুটা দূরে পদ্মপুকুরে ভোর থেকেই চালু হয়ে যায় ফল ও আনাজের বাজার। এ দিন অটোয় প্রায় ছয়-আট জন যাত্রী ছিলেন। চালকের দু’পাশে বসেছিলেন দু’জন করে। লরিটি অটোর বাঁ দিকে ধাক্কা মারায় ছিটকে পড়ে মাথায় গুরুতর চোট পান দুই ব্যবসায়ী। দুর্ঘটনার পরে থানায় খবর দেন এলাকার অন্য ব্যবসায়ীরা। তাঁরাই আহতদের হাসপাতালে নিয়ে যান।

Advertisement

প্রাথমিক ভাবে পুলিশের অনুমান, মাছ ব্যবসায়ীরা অটোটি ভাড়া করে আসছিলেন। প্রকাশের পরিচয়ের সূত্র ধরে অটো এবং আর এক অজ্ঞাত পরিচয়ের খোঁজ করা হচ্ছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement