দু’টি দেহ উদ্ধার

আর জি কর থেকে সোমবার এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম নন্দ চক্রবর্তী। পুলিশ জানায়, এ দিন হাসপাতালেরই একটি নির্মীয়মাণ ভবনের ঘরে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ দেখেন এক কর্মী। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৬ মে ২০১৫ ০৩:১৭
Share:

আর জি কর থেকে সোমবার এক নিরাপত্তারক্ষীর ঝুলন্ত দেহ উদ্ধার হল। মৃতের নাম নন্দ চক্রবর্তী। পুলিশ জানায়, এ দিন হাসপাতালেরই একটি নির্মীয়মাণ ভবনের ঘরে সিলিংয়ের সঙ্গে ফাঁস লাগানো অবস্থায় তাঁর দেহ দেখেন এক কর্মী। চিকিৎসকেরা তাঁকে মৃত ঘোষণা করেন। অন্য দিকে, এ দিনই দমদমের সিআইটি কোয়ার্টার্স থেকে উদ্ধার হয় কলকাতা পুলিশের এক কর্মীর ঝুলন্ত দেহ। মৃতের নাম অরুণ রায় (৪০)। পুলিশ জানায়, তিনি ফুলবাগান থানার গাড়িচালক ছিলেন। রবিবার অরুণবাবুর বাবা প্রদীপ রায় ছেলেকে ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, অরুণবাবুর স্নায়ুর অসুখে ভুগছিলেন। পুলিশের ধারণা, ওই পুলিশকর্মী আত্মঘাতী হয়েছেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement