Kolkata Incident

ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় তলিয়ে গেলেন পুরুলিয়ার দুই বন্ধু, কলকাতার ঘাটে ডুবে মৃত্যু

পুরুলিয়া থেকে কাজের সূত্রে কলকাতায় এসেছিলেন দুই বন্ধু। শনিবার রাতে গঙ্গার ঘাটে তাঁরা ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন। তখনই এক জন জলে পড়ে যান। আর এক জন তাঁকে বাঁচাতে ঝাঁপ দেন।

Advertisement

আনন্দবাজার অনলাইন সংবাদদাতা

শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৪ ১২:০০
Share:

গঙ্গায় ডুবে মৃত সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বল বিশ্বাস। — নিজস্ব চিত্র।

কলকাতার ঘাটে ঠাকুর বিসর্জন দিতে গিয়ে গঙ্গায় ডুবে মৃত্যু হল দুই যুবকের। তারা পুরুলিয়ার বাসিন্দা বলে জানা গিয়েছে। কাজের সূত্রে কলকাতায় থাকতেন। শনিবার রাতে শিবপুজোর পর সেই মূর্তি গঙ্গায় বিসর্জন দিতে গিয়েছিলেন তাঁরা। সেখানেই দুর্ঘটনা ঘটে।

Advertisement

পুলিশ জানিয়েছে, মৃতদের নাম সৌম্যজিৎ বন্দ্যোপাধ্যায় (২৫) এবং বিশ্বল বিশ্বাস (২৬)। সৌম্যজিৎ পুরুলিয়ার নাপিতপাড়া নিউ কলোনি এলাকার বাসিন্দা ছিলেন। বিশ্বলের বাড়ি ছিল পুরুলিয়ার সাহেব বাঁধ এলাকায়। দু’জনেই কলকাতার উপকণ্ঠে দমদম এলাকায় থাকতেন। তাঁদের সঙ্গে আরও দু’জন বন্ধু ছিলেন। চার জন মিলে বিসর্জন দিতে গিয়েছিলেন বেনিয়াটোলার নাঠেরবাগান ঘাটে। শনিবার রাত ৩টে নাগাদ তাঁরা ঘাটে যান বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, বিসর্জনের পর ঘাটে পাশাপাশি বসেছিলেন চার বন্ধু। হঠাৎ একসময় সৌম্যজিৎ পিছলে জলে পড়ে যান। তাঁকে বাঁচাতে জলে ঝাঁপ দেন বিশ্বলও। দু’জনেই তলিয়ে যান গঙ্গার স্রোতে। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। দীর্ঘ ক্ষণ তল্লাশির পর দু’জনকে উদ্ধার করা হয়। দ্রুত তাঁদের নিয়ে যাওয়া হয়েছিল মেডিক্যাল কলেজ হাসপাতালে। সেখানে তাঁদের মৃত বলে ঘোষণা করেন সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসার।

Advertisement

ওই দু’জনের সঙ্গে আরও যাঁরা রাতে ঘাটে গিয়েছিলেন, তাঁদের জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। কেন অত রাতে ঠাকুর বিসর্জন দিতে গিয়েছিলেন তাঁরা, কী ভাবে দু’জন পড়ে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে। মৃতদের পরিবারের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement