দু’টি অগ্নিকাণ্ড, আহত ২ জন

শহরে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার সকালে। আহত হয়েছেন দুই ব্যক্তি। প্রথম ঘটনাটি ঘটে দত্তাবাদের সবুজ সঙ্ঘ ক্লাবের কাছে। অন্য ঘটনাটি বৌবাজার থানা এলাকার ২৭ ওয়েস্টন স্ট্রিটের একটি বহুতলে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৬ ০০:১৪
Share:

শহরে দু’টি অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল শনিবার সকালে। আহত হয়েছেন দুই ব্যক্তি।

Advertisement

প্রথম ঘটনাটি ঘটে দত্তাবাদের সবুজ সঙ্ঘ ক্লাবের কাছে। অন্য ঘটনাটি বৌবাজার থানা এলাকার ২৭ ওয়েস্টন স্ট্রিটের একটি বহুতলে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, দত্তাবাদের ঘিঞ্জি বসতি এলাকায় রান্না করতে গিয়ে আগুন লাগে। বাসিন্দারা জল দিয়ে আগুন নেভানোর আগেই পুড়ে যায় চারটি ঘর। আগুন নেভাতে গিয়ে আহত হন রামকৃষ্ণ মণ্ডল নামের এক ব্যক্তি। তাঁকে বিধাননগর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে। ৩৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর নির্মল দত্ত জানান, ওখানে যে কোনও দিন বড় অঘটন ঘটতে পারে। সে বিষয়ে পুরসভাকে জানিয়েছি। যাঁদের ঘর পুড়ে গিয়েছে তাঁদের ত্রিপল দেওয়া হয়েছে। পুর প্রশাসনের একাংশের অভিযোগ, দত্তাবাদে এমন অনেক ঘর ভাড়া দেওয়া হয় যেখানে দমকলের ছোট ইঞ্জিনও ঢুকতে পারে না।

Advertisement

অন্য ঘটনায় বৌবাজারের ঘনবসতি এলাকার এক বহুতলে আগুন লেগে আতঙ্ক ছড়াল। দমকল সূত্রে খবর, বহুতলটির সামনে দাঁড়িয়ে থাকা একটি গাড়িতে শর্ট সার্কিটের জেরে এই আগুন। এক তলার মিটার ঘর থেকে চার তলা পর্যন্ত ক্রমে ওই আগুন ছড়ায়। ঘটনাস্থলে দমকলের চারটি ইঞ্জিন গিয়ে পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুন নেভাতে গিয়ে জখম হন এক ব্যক্তি। তাঁকে মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠান হয়। নিরাপত্তার খাতিরে বাসিন্দা ও দোকানিদের বিকেল পর্যন্ত ঢুকতে দেয়নি পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন