যানজটের আশঙ্কায় পার্ক সার্কাস এলাকা

দুই উড়ালপুল জুড়তে কাজ আরম্ভ আজ

তবে কাজ শুরুর আগেই সোমবার পার্ক সার্কাসে যে যানজট হয়েছে, তাতে কাজ শুরু হলে সেই সমস্যা কেমন আকার নেবে, সেটাই ভাবাচ্ছে পুলিশকে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১০ জুলাই ২০১৮ ০২:৩৫
Share:

থমকে: সোমবার দুপুরে যানজটে আটকে পার্ক সার্কাস। উড়ালপুল সংযুক্তির কাজ শুরু হলে এই সমস্যা কি আরও বেড়ে যাবে? ছবি: দেশকল্যাণ চৌধুরী

বিনা বাধায় ইএম বাইপাস থেকে শহরের প্রাণকেন্দ্রে পৌঁছনোর জন্য মা উড়ালপুলের সঙ্গে এজেসি বসু উড়ালপুলের পশ্চিম দিকের র‌্যাম্প যুক্ত করার কাজ শুরু হচ্ছে আজ, মঙ্গলবার রাতে।

Advertisement

তবে কাজ শুরুর আগেই সোমবার পার্ক সার্কাসে যে যানজট হয়েছে, তাতে কাজ শুরু হলে সেই সমস্যা কেমন আকার নেবে, সেটাই ভাবাচ্ছে পুলিশকে। যদিও তাদের দাবি, যানজট এড়াতে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রসঙ্গত, গত বছর পশ্চিমমুখী র‌্যাম্পের স্তম্ভ তৈরির জন্য তিন মাস ওই রাস্তায় যান চলাচল বন্ধ ছিল।

পুলিশ জানিয়েছে, সংযুক্তিকরণের কাজের জন্য আগামী তিন মাস সার্কাস অ্যাভিনিউয়ের দক্ষিণ দিকের একটি অংশে (কড়েয়া রোড ও বেকবাগান রো-এর মোড়) বন্ধ থাকবে গাড়ি চলাচল। দিনে পার্ক সার্কাস কানেক্টর দিয়ে চলতে পারবে শুধুমাত্র ছোট গাড়ি এবং রুটের বাস।

Advertisement

লালবাজার সূত্রের খবর, দু’টি উড়ালপুলকে যুক্ত করবে যে স্তম্ভ, কংগ্রেস এগ্‌জিবিশন রোড এবং নাসিরুদ্দিন রোডে সেটি তৈরি হয়ে গিয়েছে। এ বার স্তম্ভের উপরে কাজ শুরু করার জন্য নীচের রাস্তার দখল রাখা প্রয়োজন। সে কারণেই যান নিয়ন্ত্রণ। এক পুলিশকর্তা বলেন,‘‘তিন মাসের মধ্যে কাজ শেষ হবে বলে আশা। ওই কাজ শেষ হলে পুজোর আগেই বিনা বাধায় বাইপাস থেকে ধর্মতলা পৌঁছনো যাবে।’’

পুলিশ জানিয়েছে, চার নম্বর সেতুর দিক থেকে আসা বাস বা বড় গাড়িকে নাসিরুদ্দিন রোডে ঢুকতে দেওয়া হবে না। বিভিন্ন রুটের যে সব বাস-মিনিবাস সার্কাস অ্যাভিনিউয়ের পশ্চিম দিকে যেতে চাইবে, তাদের দুপুর ১টার আগে পর্যন্ত পার্ক স্ট্রিট (মল্লিকবাজার পর্যন্ত) দিয়ে ঘুরিয়ে দেওয়া হবে। ১টা থেকে ৯টা পর্যন্ত ওই গাড়িগুলি যাবে শেক্সপিয়র সরণি দিয়ে। সকাল ছ’টা থেকে রাত এগারোটা পর্যন্ত পরমা আইল্যান্ড থেকে রুটের বাস-মিনিবাস ও ছোট গাড়ি ছাড়া আর কোনও যানবাহনকে পার্ক সার্কাস কানেক্টর ব্যবহার করতে দেওয়া হবে না।

অন্য দিকে, পার্ক সার্কাস কানেক্টর বা গড়িয়াহাটের দিক থেকে আসা বাস নাসিরুদ্দিন রোড, সার্কাস অ্যাভিনিউ হয়ে এজেসি বসু রোডে যেতে পারবে না। বাসগুলিকে কংগ্রেস এগ্‌জিবিশন রোড-সৈয়দ আমির আলি অ্যাভিনিউ-সাত মাথার মোড়-পার্ক স্ট্রিট বা শেক্সপিয়র সরণি-মল্লিকবাজার হয়ে ঘুরিয়ে দেওয়া হবে। তবে ছোট গাড়িকে নাসিরুদ্দিন রোড ধরে পার্ক স্ট্রিট, রবীন্দ্র সদন, শেক্সপিয়র সরণি যেতে হলে মেহের আলি রোড এবং এজেসি বসু উড়ালপুলে উঠতে গেলে ওয়েস্ট রেঞ্জ রোড ধরতে হবে।

২০১৫ সালে মা উড়ালপুল তৈরির পরে পার্ক সার্কাস এবং সংলগ্ন এলাকায় ব্যাপক যানজট হয়। যানজট থেকে বাঁচাতে প্রথমে ওই উড়ালপুল একমুখী করা হয়। পরে এজেসি বসু উড়ালপুল এবং মা উড়ালপুলের পূর্বমুখী র‌্যাম্প তৈরি হওয়ায় যানজট কিছুটা কমে। সেই সাফল্য থেকেই পশ্চিমমুখী র‌্যাম্প তৈরির সিদ্ধান্ত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement