পুকুরে ডুবে মৃত্যু দুই বালিকার

দুর্ঘটনার পরে স্থানীয়েরা তাদের পুকুর থেকে তুলে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৯ অক্টোবর ২০১৮ ০০:০০
Share:

প্রতীকী ছবি।

পুকুরে স্নান করতে গিয়ে ডুবে মৃত্যু হল দুই বালিকার। বুধবার, অষ্টমীর বিকেলে সা়ড়ে পাঁচটা নাগাদ ঘটনাটি ঘটেছে তপসিয়া থানা এলাকার রায় চরণ রোডে। পুলিশ জানিয়েছে, ওই দুই বালিকার নাম শাবানা খাতুন (১০) ও মারুফা খাতুন (৮)। দুর্ঘটনার পরে স্থানীয়েরা তাদের পুকুর থেকে তুলে চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে চিকিৎসকেরা তাদের মৃত বলে ঘোষণা করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রায়চরণ রোডের ওই পুকুরে স্থানীয় কয়েক জন ছেলেমেয়ে হইচই করে স্নান করছিল। হঠাৎই মারুফা গভীর জলের দিকে চলে যায়। সে চিৎকার করে সাহায্য চাইলে তাকে বাঁচাতে ঝাঁপিয়ে পড়ে শাবানা। কিন্তু গভীর জলের মধ্যে নিয়ন্ত্রণ রাখতে পারেনি সেও। সঙ্গে সঙ্গেই স্থানীয়েরা জলে নেমে ওই দুই বালিকার খোঁজ শুরু করেন। বেশ কিছুক্ষণ পরে ওই দু’জনকে জল থেকে তুলে হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
ওই দুই বালিকার অভিভাবকদের অভিযোগ, শাবানা ও মারুফাকে হাসপাতালে নিয়ে আসার পরেও বেশ কিছু ক্ষণ কোনও চিকিৎসক দেখেননি। এর ফলেই ওই দুই বালিকার মৃত্যু হয়েছে বলে অভিযোগ তাঁদের। এর পরেই গাফিলতির অভিযোগ তুলে হাসপাতালের কর্মী ও চিকিৎসকদের সঙ্গে বচসায় জড়িয়ে পড়ে বিক্ষোভ দেখান ওই দুই বালিকার পরিজনেরা। হাসপাতাল কর্তৃপক্ষ যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন। হাসপাতাল সূত্রে খবর, পুজোর জন্য চিকিৎসকের সংখ্যা একটু কম থাকা সত্ত্বেও ওই দুই বালিকাকে আনার সঙ্গে সঙ্গেই পরীক্ষা করে দেখা হয়েছে। পরে স্থানীয় থানার পুলিশ ও লালবাজারের পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি সামাল দেয়। এলাকার এক বাসিন্দা বলেন, ‘‘অষ্টমীর রাতে এ রকম একটা মর্মান্তিক ঘটনা ঘটে যাওয়ায় এই পাড়ায় উৎসবের সব আলোই যেন নিভে গেল!’’

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন