পুড়ে মৃত ২

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। বুধবার, মহেশতলা থানার পুটখালিতে। মৃতদের নাম দেবব্রত মণ্ডল (৪৪) ও সুমন দাস (২০)।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ জুলাই ২০১৫ ০০:১৩
Share:

অগ্নিদগ্ধ হয়ে মৃত্যু হল দুই ব্যক্তির। বুধবার, মহেশতলা থানার পুটখালিতে। মৃতদের নাম দেবব্রত মণ্ডল (৪৪) ও সুমন দাস (২০)। পুলিশ জানায়, বাড়িতেই দেবব্রতবাবু ফুলঝুরি তৈরি করছিলেন। সঙ্গে ছিলেন সুমন। হিটারে বাজির মশলা গরম করার সময়ে কোনও ভাবে আগুন লেগে যায়। ঘর থেকে ধোঁয়া বেরোতে থাকে। এক প্রত্যক্ষদর্শী জানান, আধ ঘণ্টা পরে ধোঁয়া কমলে তাঁরা গিয়ে দেখেন দেবব্রত ও সুমনের দেহ ঝলসে গিয়েছে। পুলিশের অনুমান, শর্ট-সার্কিট থেকেই বাজির মশলায় আগুন লাগে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement