প্রতারণায় ধৃত ভ্রমণ সংস্থার দুই কর্তা

সরকারি কর্মীদের আন্দামান ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সেই ভ্রমণ সংস্থার মালিক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

শিবাজী দে সরকার

শেষ আপডেট: ১৯ মে ২০১৭ ০১:২২
Share:

সরকারি কর্মীদের আন্দামান ঘুরতে নিয়ে যাওয়ার নাম করে কয়েক লক্ষ টাকা প্রতারণার অভিযোগ উঠেছিল এক বেসরকারি সংস্থার বিরুদ্ধে। সেই ভ্রমণ সংস্থার মালিক-সহ দু’জনকে গ্রেফতার করা হয়েছে।

Advertisement

পুলিশ জানায়, মঙ্গলবার হাওড়ার বাকসাড়া থেকে প্রদীপ মিত্র নামে এক জনকে গ্রেফতার করে হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তিনিই ওই সংস্থার মালিক। থাকেন বাকসাড়াতেই। অভিযোগ দায়ের হওয়ার পরেই নতুন বাড়ি ভাড়া নিয়ে লুকিয়ে ছিলেন তিনি। আগেই সংস্থার আর এক কর্তা সৌমেন ঘোষকে ধরে পুলিশ। তাঁর বিরুদ্ধেও প্রতারণার অভিযোগ রয়েছে।

পুলিশ জানায়, ওই সংস্থার নাম ‘ঈশানী হলিডেজ’। বেন্টিঙ্ক স্ট্রিট ও গ্র্যান্ট লেনের অফিসে চলছিল তাদের ব্যবসা। সৌমেন ঘোষ ছাড়াও বেশ কিছু কর্মী রয়েছেন সেখানে। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে যাওয়ার বিজ্ঞাপন দিয়ে মানুষের সঙ্গে যোগাযোগ করে সংস্থাটি। এ ছাড়াও, কম খরচে ঘোরানো হবে বলে নানা সরকারি অফিসের কর্মীদের প্রস্তাব দেওয়া হয়। তদন্তকারীরা জানান, ওই সংস্থার এক প্রতিনিধির সঙ্গে আলাপ হয় কিরণশঙ্কর রায় রোডের পশ্চিমবঙ্গ হাউজিং ডেভেলপমেন্ট-এর কর্মীদের। অভিযোগ, গত বছরের শেষে আন্দামান ঘুরতে যাওয়ার জন্য ওই সংস্থা ৬৫ জনের কাছ থেকে প্রায় ১১ লক্ষ টাকা নেয়। জানুয়ারি মাসে বিমানে তাঁদের আন্দামান নিয়ে যাওয়ার কথা ছিল। অভিযোগ, টাকা নিয়েও বেড়াতে নিয়ে যায়নি ওই সংস্থা। প্রতারিতেরা সংস্থার অফিসে যোগাযোগ করলেও লাভ হয়নি। এর পরেই ওই সংস্থার বিরুদ্ধে এফআইআর দায়ের করেন প্রদীপ লাহা নামে এক ব্যক্তি।

Advertisement

পুলিশ জানায়, প্রদীপের বিরুদ্ধে নানা থানায় পাঁচটি অভিযোগ রয়েছে। সব ক্ষেত্রেই পর্যটকদের সঙ্গে প্রতারণার ঘটনা। তদন্তকারীরা জানান, অভিযোগ দায়ের হলেই সংস্থার নাম ও অফিস পাল্টে নিতেন প্রদীপ। সেই মতো ২০১৫ সালে ‘ঈশানী হলিডেজ’ খোলেন তিনি।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন