Tigress Death at Alipore Zoo

২৪ ঘণ্টায় পর পর দুই বাঘিনীর মৃত্যু আলিপুর চিড়িয়াখানায়! কী ভাবে? ঘনাচ্ছে রহস্য, তদন্তের নির্দেশ

পর পর দুই বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে। সেন্ট্রাল জ়ু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদেহদু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে।

Advertisement

আনন্দবাজার ডট কম ডেস্ক

শেষ আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৫ ১১:১০
Share:

— প্রতিনিধিত্বমূলক চিত্র।

মাত্র ২৪ ঘণ্টার মধ্যে পর পর দুই বাঘিনীর মৃত্যু হল আলিপুর চিড়িয়াখানায়। কী ভাবে দু’দিনে দুই বাঘিনীর মৃত্যু হল, সেই কারণ নিয়ে ধোঁয়াশা এখনও কাটেনি। ঘটনায় তদন্ত শুরু করেছে সেন্ট্রাল জ়ু কমিটি। প্রশ্নের মুখে পড়েছেন চিড়িয়াখানা কর্তৃপক্ষও।

Advertisement

মঙ্গলবার সকালে আলিপুর চিড়িয়াখানায় মারা যায় ১৭ বছরের বাঘিনী ‘পায়েল’। ২০১৬ সালে ওড়িশার নন্দনকানন থেকে আনা হয়েছিল পায়েলকে। দীর্ঘ দিন ধরেই নানা অসুস্থতায় ভুগছিল সে। অসুস্থতার কারণে হাঁটাচলার ক্ষমতাও হারিয়ে ফেলেছিল। খাওয়াদাওয়াও একরকম বন্ধই হয়ে গিয়েছিল। মঙ্গলবার তার মৃত্যু হয়। এর পর বুধবার সকালে মারা যায় ‘রূপা’। আলিপুরেই জন্ম নেওয়া সাদা বাঘিনী রূপার মা ‘কৃষ্ণা’ ছিল ডোরাকাটা বাঘিনী, বাবা ছিল সাদা বাঘ ‘অনির্বাণ’। মৃত্যুকালে রূপার বয়স হয়েছিল প্রায় ২১ বছর। চিড়িয়াখানা কর্তৃপক্ষ সূত্রে খবর, বার্ধক্যজনিত সমস্যায় ভুগছিল রূপা। এক পর্যায়ে তার একটি পা পক্ষাঘাতগ্রস্ত হয়ে যায়। শেষমেশ পায়েলের মৃত্যুর পর দিন মৃত্যু হয় তারও।

তবে পর পর দুই বাঘিনীর মৃত্যুতে সন্দেহ ঘনিয়েছে। সেন্ট্রাল জ়ু অথরিটির নির্দেশে ইতিমধ্যেই একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। মৃতদেহদু’টি পাঠানো হয়েছে ময়নাতদন্তে। ভিসেরা পরীক্ষার মাধ্যমে মৃত্যুর প্রকৃত কারণ খতিয়ে দেখা হবে। যদিও চিড়িয়াখানার কর্তৃপক্ষের দাবি, দু’টি মৃত্যুই হয়েছে বার্ধক্যজনিত কারণে। তবে তদন্তের ফলাফলের অপেক্ষায় রয়েছেন বিশেষজ্ঞেরা।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement