উবের চালকের লাইসেন্স বাতিল

গাড়িতে এক মহিলাকে নিগ্রহের ঘটনায় উবের সংস্থার একটি গাড়ির পারমিট ও সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল করল রাজ্য পরিবহণ দফতর। বুধবার এ কথা জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৮ জুলাই ২০১৬ ০০:৩৬
Share:

গাড়িতে এক মহিলাকে নিগ্রহের ঘটনায় উবের সংস্থার একটি গাড়ির পারমিট ও সংশ্লিষ্ট চালকের লাইসেন্স বাতিল করল রাজ্য পরিবহণ দফতর। বুধবার এ কথা জানান পরিবহণমন্ত্রী শুভেন্দু অধিকারী। পাশাপাশি, যাত্রী সুরক্ষার বিষয় নিয়ে উবেরকে পরিবহণ দফতরের তরফে ভর্ৎসনা করা হয়েছে। জানিয়ে দেওয়া হয়েছে, ভবিষ্যতে এমনা ঘটলে কড়া ব্যবস্থা নেবে সরকার। চলতি মাসে সল্টলেকে এক উবের চালক এক মহিলা যাত্রীর সঙ্গে অভব্য আচরণের চেষ্টা করে। তাতে নড়ে বসে পরিবহণ দফতর। ওলা, উবেরের মতো সংস্থাগুলিকে দ্রুত সিসিটিভি, প্যানিক বাটনের মতো সুরক্ষা ব্যবস্থা বাস্তবায়িত করার নির্দেশ দেয় সরকার। এমনকী, উবের ও ওলাকে শো-কজও করা হয়। সংস্থা দু’টির উত্তর পাওয়ার পরেই এ দিন পরিবহণমন্ত্রী তাদের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। তিনি জানান, আগামী মাসের প্রথম দিকে ফের আলোচনায় বসা হবে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement