শিল্পের পাশে শিল্পী

দীর্ঘ দিন ধরে আবেদন জানিয়েও কোনও প্রদর্শশালা তৈরি হয়নি উত্তর ২৪ পরগনার বারাসত ও সংলগ্ন এলাকায়। তাই বারাসতের এক শিল্পী দম্পতির নিজস্ব উদ্যোগে তৈরি গ্যালারিই এখানে শিল্পীদের ভরসা বলে জানাচ্ছেন এলাকাবাসী।

Advertisement

অরুণাক্ষ ভট্টাচার্য

শেষ আপডেট: ১৩ মে ২০১৭ ০১:০৭
Share:

দীর্ঘ দিন ধরে আবেদন জানিয়েও কোনও প্রদর্শশালা তৈরি হয়নি উত্তর ২৪ পরগনার বারাসত ও সংলগ্ন এলাকায়। তাই বারাসতের এক শিল্পী দম্পতির নিজস্ব উদ্যোগে তৈরি গ্যালারিই এখানে শিল্পীদের ভরসা বলে জানাচ্ছেন এলাকাবাসী।

Advertisement

বছর দুই আগে নির্মিত ভাটরাপল্লির ওই গ্যালারির উদ্যোক্তা ইন্দ্রজিৎ বেরা ও শিপ্রা পাল বেরা। দম্পতির দাবি, ইতিমধ্যেই এখানে বেশ কয়েকটি প্রদর্শনী হয়ে গিয়েছে। ইন্দ্রজিৎবাবু বলেন, ‘‘কোনও ব্যবসায়িক উদ্দেশ্যে গ্যালারি তৈরি করিনি। কলকাতায় গ্যালারি ভাড়া অনেক। জেলার শিল্পীদের সেটা মেটানো কষ্টসাধ্য। তাই এই উদ্যোগ।’’ বিদ্যুতের বিলই এখানে গ্যালারি ভাড়া। সেটাও অনেকে দিতে পারেন না। জানালেন ইন্দ্রজিৎবাবু।

দীর্ঘ দিন সরকারি প্রদর্শশালার জন্য আন্দোলন করছেন সুশান্ত সরকারের মত শিল্পীরা। সুশান্তবাবু বলেন, ‘‘অনেক শিল্পী নিজের কাজের প্রদর্শনী করতে পারেন না অর্থাভাবে। এই গ্যালারির জন্য সেই সমস্যা কিছুটা হলেও মিটেছে।’’

Advertisement

বারাসতে সরকারি প্রদর্শশালা তৈরির কাজ চলছে বলে আশ্বাস দিয়েছেন বারাসত পুরসভার চেয়ারম্যান সুনীল মুখোপাধ্যায়। তিনি বলেন, ‘‘হাতিপুকুরের সৌন্দর্যায়ন করে শিল্প প্রদর্শশালা তৈরি হবে। তারই কাজ চলছে।’’

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement