তাকে বলা হয় ‘সিটি অব জয়’। কলকাতা মানেই হাওড়া ব্রিজ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, কলকাতা মানেই রঙিন জীবনযাত্রার আশ্চর্য জয়গান। যাদুঘর, তারামণ্ডলের বিস্ময় পেরিয়ে প্রিন্সেপ ঘাটের মনোরম বিকেল, স্পেশ্যাল বিরিয়ানি, আর ধর্মতলার পসরা। সব মিলিয়ে কলকাতা নয়, সে আসলে তিলোত্তমা।
কিন্তু শুধুই কী ছড়ানো ছেটানো কিছু আনন্দের অপরূপ কোলাজ? খাতায়-কলমে তার স্থান ঠিক কোথায়? অনেকেই জানেন না, এই কলকাতাতেই আছে পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম ফুটবল স্টেডিয়াম, ভারতের সব থেকে বড় পাবলিক লাইব্রেরিটিও রয়েছে এই শহরেরই বুকে। এমনই নানান সেরা শিরোপা মাথায় নিয়ে দিব্যি আছে শহর কলকাতা। অথচ আমরা অনেকেই খবর রাখি না সেই গৌরবের।