প্রতীকী ছবি।
চড়ুইভাতি করতে ঝাড়গ্রামের চিল্কিগড়ে এসে অপমৃত্যু হল কলকাতার এক যুবকের। সোমবার চিল্কিগড়ের জামাইপাড়ার কাছে জঙ্গলের মধ্যে একটি গাছের ডালে সোয়েটারের ফাঁসে ৪২ বছরের কালাচাঁদ হালদারের ঝুলন্ত দেহ উদ্ধার করে পুলিশ।
শনিবার রাতে আরও অনেকের সঙ্গে চড়ুইভাতি করতে চিল্কিগড়ে এসেছিলেন কলকাতার রিজেন্ট কলোনির বাসিন্দা কালাচাঁদ। চিল্কিগড়ের জঙ্গলে ও ডুলুং নদীর ধারে বনভোজনের উপরে নিষেধাজ্ঞা থাকায় রবিবার গাছগাছালির মাঝে একটি ফাঁকা জায়গায় চড়ুইভাতি করে ওই দলটি। বনভোজন সেরে রবিবার রাতে দলের লোকজন ফিরে যান। সোমবার কালাচাঁদের দেহ উদ্ধারের পরে বোঝা যায়, তিনি ফেরেননি। মঙ্গলবার পরিবারের সদস্যেরা ঝাড়গ্রামে এসে তাঁর মৃতদেহ শনাক্ত করেন। ঝাড়গ্রাম জেলা হাসাতালের পুলিশ মর্গে ময়না-তদন্তের পরে দেহটি পরিবারের হাতে তুলে দেওয়া হয়।
এই ঘটনায় জামবনি থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করেছে। পরিজনদের দাবি, পরিকল্পিত ভাবে কালাচাঁদবাবুকে চড়ুইভাতির দলের কোনও সদস্য খুন করেছে। তবে সেই মর্মে জামবনি থানায় কোনও অভিযোগ তাঁরা দায়ের করেননি। আর পুলিশের প্রাথমিক অনুমান, এটি আত্মহত্যার ঘটনা। জেলা পুলিশ সূত্রে খবর, চিল্কিগড়ের যে সব এলাকায় শীতের মরসুমে চড়ুইভাতি করতে ভিড় জমছে, সেখানে পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের নজরদারি বাড়ানো হবে।