Netaji Nagar Unnatural Death

দক্ষিণ কলকাতায় রক্তাক্ত দেহ উদ্ধার বৃদ্ধের! কর্মসূত্রে প্রবাসী দুই পুত্রকন্যা, একাই থাকতেন চারতলা বাড়িতে

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারতলা বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস নামের বছর বাহাত্তরের ওই বৃদ্ধ। কর্মসূত্রে তাঁর ছেলে দিল্লিতে আর অস্ট্রেলিয়ায় থাকেন। কয়েক বছর আগে মারা যান স্ত্রী।

Advertisement

আনন্দবাজার ডট কম সংবাদদাতা

শেষ আপডেট: ০৯ জুন ২০২৫ ১২:২৬
Share:

নেতাজিনগরে বৃদ্ধের রহস্যমৃত্যু। —প্রতীকী চিত্র।

দক্ষিণ কলকাতার নেতাজিনগরে এক বৃদ্ধের রহস্যমৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়াল। সোমবার সকালে নেতাজিনগর এলাকার একটি চারতলা বাড়ি থেকে ওই বৃদ্ধের দেহ উদ্ধার করে পুলিশ। কী কারণে তাঁর মৃত্যু হল, এটি খুনের ঘটনা কি না, তা খতিয়ে দেখছে।

Advertisement

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, চারতলা বাড়িতে একাই থাকতেন আশুতোষ দাস নামের বছর বাহাত্তরের ওই বৃদ্ধ। কর্মসূত্রে তাঁর ছেলে দিল্লিতে আর অস্ট্রেলিয়ায় থাকেন। কয়েক বছর আগে বৃদ্ধের স্ত্রী মারা যান। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, কয়েক দিন ধরে তাঁকে বাড়ির বাইরে দেখা যায়নি। বাড়ির কাছে দুর্গন্ধ পেয়ে সন্দেহ হয় স্থানীয়দের। দরজা ভেঙে দেখা যায় সিঁড়ির মুখেই আশুতোষের দেহ রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। নেতাজিনগর থানার পুলিশ গিয়ে দেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে।

স্থানীয় সূত্রে খবর, ওই বৃদ্ধের ব্যবসা ছিল। বর্তমানে কোনও কাজ না-করলেও তিনি প্রচুর টাকার সম্পত্তির মালিক বলে খবর। সেই সম্পত্তির লোভেই কেউ ওই বৃদ্ধকে খুন করেছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। স্থানীয়দের একাংশ জানিয়েছেন, ওই বৃদ্ধ এলাকায় খুব একটা মিশতেন না। বাড়ির সমস্ত কাজ একাই করতেন। সেই কারণে ওই বাড়িতে কেউ কাজ করতেও যেতেন না। তাই ওই বৃদ্ধের মৃত্যুকে ঘিরে রহস্য ছড়িয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তের রিপোর্ট হাতে এলেই মৃত্যুর কারণ জানা যাবে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement