গাড়ি ফেরত চান বিক্রম

চলতি বছরের এপ্রিলে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অভিনেত্রী সোনিকা সিংহ চৌহান। মূল অভিযোগ উঠেছিল গাড়িচালক, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বাজেয়াপ্ত হয় গাড়িটিও। এ বার সেই গাড়ি ফেরত চেয়ে আলিপুর আদালতের মুখ্য বিচারকের এজলাসে আবেদন করলেন বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৫ ডিসেম্বর ২০১৭ ০৩:১১
Share:

বিক্রম চট্টোপাধ্যায়

চলতি বছরের এপ্রিলে গাড়ি দুর্ঘটনায় মারা গিয়েছিলেন অভিনেত্রী সোনিকা সিংহ চৌহান। মূল অভিযোগ উঠেছিল গাড়িচালক, অভিনেতা বিক্রম চট্টোপাধ্যায়ের বিরুদ্ধে। বাজেয়াপ্ত হয় গাড়িটিও। এ বার সেই গাড়ি ফেরত চেয়ে আলিপুর আদালতের মুখ্য বিচারকের এজলাসে আবেদন করলেন বিক্রমের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা। সোমবার তিনি বলেন, ‘‘পুলিশি হেফাজতে থাকা ওই গাড়িটি ফেরত চাইছেন তাঁর মক্কেল।’’ সরকারি আইনজীবী রাধাকান্ত মুখোপাধ্যায় বলেন, ‘‘ওই গাড়িটিই আপাতত মামলার মূল সাক্ষ্যপ্রমাণ। দুর্ঘটনার পরে সেটি কী অবস্থায় ছিল, বিচার পর্বে তা দেখার প্রয়োজন হতে পারে। সে ক্ষেত্রে গাড়িটি ফেরত পাওয়ার পরে মেরামত হয়ে গেলে বিচার পর্বে অসুবিধা হবে।’’ এ দিন বিচারক দু’পক্ষের বক্তব্য শুনেছেন। আদালত সূত্রে খবর, আজ, মঙ্গলবার তিনি নির্দেশ দিতে পারেন।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement