SSC and HS Exam Collide

উচ্চ মাধ্যমিক ও এসএসসি পর পর দু’দিনে, ব্যবস্থাপনা নিয়ে চিন্তায় সংসদ

৭ সেপ্টেম্বর রবিবার। পরের দিন, সোমবারই রয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের প্রথম পরীক্ষা।

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০২৫ ০৯:৫৯
Share:

—প্রতিনিধিত্বমূলক ছবি।

এসএসসি-র শিক্ষক নিয়োগের পরীক্ষার সম্ভাব্য তারিখ ঘোষণা হয়েছে ৭ এবং ১৪ সেপ্টেম্বর। অন্য দিকে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টার শুরু হচ্ছে ৮ সেপ্টেম্বর। এই দুই গুরুত্বপূর্ণ পরীক্ষার বেশ কিছু পরীক্ষা কেন্দ্র একই হওয়ার সম্ভাবনা আছে। এমন পরিস্থিতিতে কী ভাবে সুষ্ঠু উপায়ে পরীক্ষা সম্পন্ন করা যায়, তা নিয়ে চিন্তিত উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য বলেন, ‘‘এই সমস্যার সমাধানের জন্য স্কুল সার্ভিস কমিশন এবং শিক্ষা দফতরের কর্তাদের সঙ্গে বৈঠকে বসব। এ বার উচ্চ মাধ্যমিক নতুন নিয়মে হচ্ছে। পরীক্ষার্থীদের ওএমআর শিটে পরীক্ষা দিতে হবে। নতুন নিয়মে পরীক্ষার্থীরা যাতে সুষ্ঠু ভাবে পরীক্ষা দিতে পারে, তা দেখা আমাদের অন্যতম প্রধান কর্তব্য।’’

৭ সেপ্টেম্বর রবিবার। পরের দিন, সোমবারই রয়েছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের প্রথম পরীক্ষা। সাধারণত পরীক্ষার দু’দিন আগেই পরীক্ষার্থীদের সিট নম্বর পরীক্ষা কেন্দ্রের বেঞ্চে সাঁটিয়ে দেওয়া হয়। সেই অনুযায়ীই পরীক্ষার্থীরা বসে। তবে এ বার ৭ তারিখই এসএসসি পরীক্ষা হতে পারে। কিছু পরীক্ষা কেন্দ্রে দু’টি পরীক্ষাই হলে সেখানে আগে থেকে উচ্চ মাধ্যমিকের পরীক্ষার্থীদের সিট নম্বর ফেলা যাবে না বলেই মনে করছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

তা ছাড়া, শুধু ৮ সেপ্টেম্বরেই সমস্যার সমাধান হবে না। এসএসসি পরীক্ষা ফের আছে ১৪ সেপ্টেম্বর, রবিবার। তার পরের দিন আবার আছে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের পরীক্ষা। ১৪ সেপ্টেম্বর এসএসসি পরীক্ষার দিন যদি উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের বেঞ্চে সাঁটানো সিট নম্বর কোনও কারণে ছিঁড়ে যায়, তা হলে ফের নতুন করে সিট নম্বর লাগানো কী ভাবে সম্ভব হবে, তা নিয়েও চিন্তিত সংসদ।

সংসদ জানিয়েছে, উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র অর্থাৎ ওএমআর শিটের প্যাকেট পরীক্ষা কেন্দ্রের নিকটবর্তী থানায় বা কোনও প্রশাসনিক ভবনে রাখা হয়। নিরাপত্তার কারণে একই ভাবে এসএসসির প্রশ্নপত্রের প্যাকেটও সেখানেই থাকার কথা। এ ক্ষেত্রে প্রশ্নপত্রের প্যাকেট যেন কোনও ভাবেই বদলাবদলি না হয়ে যায়, সেই বিষয়েও কড়া নজর রাখা দরকার। নজর কারা রাখবেন? চিরঞ্জীব বলেন, ‘‘এ রকম বেশ কিছু প্রশ্নের উত্তর এখনও মেলেনি। এই সব সমস্যাগুলো নিয়েই আমরা এসএসসি-কর্তা ও শিক্ষা দফতরের সঙ্গে আলোচনা করব।’’

এ দিকে, উচ্চ মাধ্যমিকের তৃতীয় সিমেস্টারের ওএমআর শিটের প্রতিলিপি তাদের ওয়েবসাইটে এ দিন তুলে দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। ওএমআর শিটে কী ভাবে লিখতে হবে, তার নিয়মাবলি ওয়েবসাইটে দেওয়া ওএমআর শিটের প্রতিলিপিতে লেখা আছে। সেই প্রতিলিপি ডাউনলোড করে উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের অনুশীলন করানোর জন্য স্কুলগুলিকে নির্দেশ দিয়েছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন

এটি একটি প্রিমিয়াম খবর…

  • প্রতিদিন ২০০’রও বেশি এমন প্রিমিয়াম খবর

  • সঙ্গে আনন্দবাজার পত্রিকার ই -পেপার পড়ার সুযোগ

  • সময়মতো পড়ুন, ‘সেভ আর্টিকল-এ ক্লিক করে

সাবস্ক্রাইব করুন