Madhyamik Exam

মাধ্যমিকের জন্য পথে বেশি বাস

যানজটের কথা ভেবে পরীক্ষার্থীদের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে বলছেন শিক্ষকেরা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৮ ফেব্রুয়ারি ২০২০ ০৩:৫৪
Share:

প্রতীকী ছবি।

মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য আজ, মঙ্গলবার থেকে পরীক্ষার দিনগুলিতে অতিরিক্ত বাসের ব্যবস্থা করেছে রাজ্য পরিবহণ নিগম।

Advertisement

যে সমস্ত টার্মিনাসে দু’টি করে অতিরিক্ত বাস দেওয়া হয়েছে, সেখান থেকে সকাল ১০টা ও ১০টা ৫০ মিনিটে একটি করে বাস ছাড়বে। যে সব টার্মিনাসে একটি করে বাস দেওয়া হয়েছে, সেখান থেকে সকাল সাড়ে ১০টা নাগাদ ওই বাস ছাড়বে। পরীক্ষা শেষে বিকেল সাড়ে ৩টে ও ৩টে ৪৫ মিনিটে ছাড়বে বিশেষ বাস।

কলকাতায় বালিগঞ্জ-এসপ্লানেড, গড়িয়া-হাওড়া, সরশুনা-হাওড়া, ঠাকুরপুকুর-হাওড়া, কাঁকুড়গাছি-হাওড়া, বিমানবন্দর-এসপ্লানেড, নিউ টাউন-শিয়ালদহের মতো বিভিন্ন রুটে দু’টি করে অতিরিক্ত বাস চলবে। এ ছাড়া, ঠাকুরপুকুর-শিয়ালদহ, কুঁদঘাট-দক্ষিণেশ্বর, হাওড়া-নয়াবাদ, চেতলা-পাইকপাড়া, ব্যারাকপুর-হাওড়া, ডানলপ-বালিগঞ্জ রুটেও বিশেষ বাস থাকছে। টালা সেতু বন্ধ থাকায় সংশ্লিষ্ট বাসগুলি পরিবর্তিত রুটে চলবে।

Advertisement

যানজটের কথা ভেবে পরীক্ষার্থীদের আগেই পরীক্ষাকেন্দ্রে পৌঁছে যেতে বলছেন শিক্ষকেরা। হিন্দু স্কুলের প্রধান শিক্ষক শুভ্রজিৎ দত্ত বললেন, ‘‘হাতে অন্তত দু’ঘণ্টা সময় নিয়ে বেরোতে বলেছি পরীক্ষার্থীদের। কোথায় কোথায় অতিরিক্ত বাস চলবে, তা জানতে সংবাদমাধ্যমে নজর রাখতে বলেছি।’’

কলকাতায় পরীক্ষাকেন্দ্র মোট ১৮২টি। প্রতিটি কেন্দ্রে এক জন পুলিশ অফিসার ও তিন জন করে কনস্টেবল থাকবেন। যেখানে শুধু মেয়েরা পরীক্ষা দেবে, সেখানে অতিরিক্ত দু’জন অফিসার থাকবেন। কেউ পরীক্ষা দিতে যাওয়ার সময়ে বিপদে পড়লে তাকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন