Entally Police Station

লকডাউনে মনোবল বাড়াতে আবাসনের বাইরে কলকাতা পুলিশের গান

এন্টালি থানার পাশে একটি অভিজাত আবাসনের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ‘উই শ্যাল ওভারকাম’ গাইলেন পুলিশকর্মীরা।

আবাসনের বাইরে কলকাতা পুলিশের গান গাওয়ার সেি ছবি। নিজস্ব চিত্র

নিজস্ব সংবাদদাতা
কলকাতা শেষ আপডেট: ০২ এপ্রিল ২০২০ ১৫:৫৮
Share:
Advertisement

করোনা-আতঙ্কের মধ্যে দিনকাটছে শহরবাসীর। লকডাউন চলছে গোট দেশ জুড়েই। এই পরিস্থিতিতে শহরবাসীর মনোবল বাড়াতে অভিনব পন্থা নিল কলকাতা পুলিশ। এন্টালি থানার পাশে একটি অভিজাত আবাসনের সামনে দাঁড়িয়ে গলা ছেড়ে ‘উই শ্যাল ওভারকাম’ গাইলেন পুলিশকর্মীরা।

সেই গান শুনে গলা মেলালেন ওই আবাসনের বাসিন্দারাও। বুধবার এন্টালি থানার ওসি দেবাশিস দত্ত এবং তাঁর সহকর্মীরা সাউন্ড বক্স নিয়ে আবাসনের বাইরে পৌঁছন। গাইতে থাকেন... উই শ্যাল ওভারকাম। সেই সঙ্গে তালে তালে হাততালিও দিতে থাকেন তাঁরা। পুলিশকে গাইতে দেখে, আবাসনের ফ্ল্যাট থেকে অনেকে বেরিয়ে আসেন। আবার অনেকে বারান্দায় দাঁড়িয়ে পুলিশকর্মীদের সঙ্গে গান গাইতে শুরু করেন। কলকাতা পুলিশের এই ভূমিকায় অভিভূত বাসিন্দারা।

Advertisement

আরও পড়ুন: নিজামউদ্দিন থেকে ফিরেই পর পর ধর্মসভা, সংস্পর্শে কত জন? হিসেব নেই এখনও

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)
Follow us on:
সর্বশেষ ভিডিয়ো
Advertisement