Kolkata

Kolkata: দিনদুপুরে ধর্ষণের অভিযোগ কলকাতা স্টেশনের কাছে, ধৃত অভিযুক্ত

উল্টোডাঙায় এক মহিলাকে ধর্ষণের অভিযোগ। নির্যাতিতা বাউল গানের শিল্পী। ১২ জুলাইয়ের ঘটনা। শুক্রবার পরিচিতদের সাহায্যে থানায় অভিযোগ করেন মহিলা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ১৫ জুলাই ২০২২ ১৮:০০
Share:

কলকাতা স্টেশনের কাছে ধর্ষণের অভিযোগ।

এক মহিলাকে ধর্ষণের অভিযোগ উঠল উল্টোডাঙায়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, নির্যাতিতা বাউল গানের শিল্পী। অভিযোগ, ধর্ষণের ঘটনাটি ১২ জুলাইয়ের। পরিচিতদের সাহায্যে শুক্রবার উল্টোডাঙা থানায় এসে অভিযোগ করেন ওই নির্যাতিতা। তার কয়েক ঘণ্টার মধ্যেই গ্রেফতার করা হয় অভিযুক্তকে। তিনি পেশায় ভ্যানচালক। বিষয়টি জানিয়েছেন কলকাতা পুলিশের ডিসি (পূর্ব শহরতলি) প্রিয়ব্রত রায়।

Advertisement

পুলিশের কাছে করা অভিযোগে ওই মহিলা জানিয়েছেন, তাঁর বাড়ি দক্ষিণদাড়ি এলাকায়। ১২ জুলাই, মঙ্গলবার দিনের বেলা দোকানে যাচ্ছিলেন তিনি। তখন বৃষ্টি পড়ছিল। পথে উল্টোডাঙা থানা এলাকার কলকাতা স্টেশনের কাছে তাঁকে ধর্ষণ করে অজ্ঞাত পরিচয় এক ব্যক্তি। থানায় অভিযোগ দায়েরের পর শুক্রবার জিজ্ঞাসাবাদ করা হয় নির্যাতিতাকে।

ধর্ষণস্থল পরিদর্শনে পুলিশ কর্মীরা।

নির্যাতিতা থানায় অভিযোগ যখন করেন, তখন সেখানে ছিলেন প্রিয়ব্রত রায়। তিনি বলেন, ‘‘এক মহিলা অভিযোগ করেছেন, গত মঙ্গলবার দোকান যাওয়ার পথে অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি দুর্ব্যবহার করেন। তাঁর কাছে যে জিনিস ছিল, তা নিয়ে নেওয়া হয়। এর পর মহিলাকে গালিগালাজও করেন অভিযুক্ত। ধর্ষণের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে। ধর্ষণের মামলা দায়ের হয়েছে। পুলিশ তদন্ত করছে।’’ মহিলার থেকে ছিনতাই হওয়া জিনিস এখনও উদ্ধার হয়নি। ধর্ষণের পাশাপাশি জিনিসপত্র ছিনতাইয়ের অভিযোগও দায়ের হয়েছে। ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা ছিল কি না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement