Woman died

ন’তলা থেকে পড়ে মৃত্যু মহিলার

প্রণতি যে ফ্ল্যাটে থাকতেন, সেই দম্পতির এক জনের বয়স ৯০ এবং অন্য জনের ৮৮।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ০৯ নভেম্বর ২০২০ ০৩:১০
Share:

প্রতীকী চিত্র।

ন’তলা থেকে পড়ে মৃত্যু হল এক মহিলার। তিনি ওই তলাতেই এক প্রবীণ দম্পতির বাড়িতে পরিচারিকার কাজ করতেন। পুলিশ জানিয়েছে, মৃতার নাম প্রণতি মণ্ডল। তাঁর বয়স ৩৪। দক্ষিণ ২৪ পরগনার ধোসার বাসিন্দা প্রণতি দক্ষিণ কলকাতার ম্যান্ডেভিলা গার্ডেন্সের ওই ফ্ল্যাটে গত ২৫ বছর ধরে কাজ করছিলেন বলে জানা গিয়েছে।

Advertisement

পুলিশ সূত্রের খবর, রবিবার বিকেল তিনটে নাগাদ গড়িয়াহাট থানায় খবর যায় যে একটি বহুতলের উঁচু তলা থেকে পড়ে গিয়েছেন এক মহিলা। পুলিশ তাঁকে উদ্ধার করে এসএসকেএমে নিয়ে যায়। সেখানেই প্রণতিকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকেরা। আবাসনের নিরাপত্তারক্ষীরা জানান, ভারী কিছু পড়ার আওয়াজ শুনে খোঁজাখুঁজি করতে গিয়ে তাঁরা দেখেন, প্রণতি পড়ে রয়েছেন। রক্তে ভেসে যাচ্ছে জায়গাটি। খবর দেওয়া হয় ওই বৃদ্ধ দম্পতিকে। প্রণতির বাড়িতেও খবর দেওয়া হয়েছে।

প্রণতি যে ফ্ল্যাটে থাকতেন, সেই দম্পতির এক জনের বয়স ৯০ এবং অন্য জনের ৮৮। তাঁদের সঙ্গে কথা বলে পুলিশ জেনেছে, মহিলার মৃগী রোগ ছিল। এ দিন দুপুরেও মৃগীতে আক্রান্ত হন তিনি। দম্পতি ওষুধ দিয়ে তাঁকে ধাতস্থ করেন।

Advertisement

আরও পডুন: নকল সিমেন্ট কারখানার হদিস, গ্রেফতার চার​

আরও পডুন: ‘বাজি ফাটানোর সুযোগ থাকবে, এমন অবকাশ দেওয়াই যাবে না’

তদন্তকারীরা জানিয়েছেন, প্রণতি উপর থেকে কী করে পড়ে গেলেন তা এখনও স্পষ্ট নয়। তিনি ঝাঁপ দিয়েছেন নাকি ব্যালকনিতে কাপড় মেলতে গিয়ে ফের মৃগীতে আক্রান্ত হয়ে পড়ে যান, তা খতিয়ে দেখা হচ্ছে। ওই আবাসনের সিসি ক্যামেরার ফুটেজও দেখা হচ্ছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন