অভিনয়ের নয়া পাঠ

অভিনয়ে থাকুক কিছু নিজস্বতা। কলকাতার মঞ্চ অভিনেতাদের নিয়ে আয়োজিত এক কর্মশালার শুরুতেই এই পাঠ দিলেন দক্ষিণের বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব প্রসন্ন। আধুনিক কন্নড় নাটকের উন্নতি তাঁরই হাতে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ জুলাই ২০১৬ ০১:৪৮
Share:

প্রসন্ন।

অভিনয়ে থাকুক কিছু নিজস্বতা। কলকাতার মঞ্চ অভিনেতাদের নিয়ে আয়োজিত এক কর্মশালার শুরুতেই এই পাঠ দিলেন দক্ষিণের বিশিষ্ট থিয়েটার ব্যক্তিত্ব প্রসন্ন। আধুনিক কন্নড় নাটকের উন্নতি তাঁরই হাতে। তাঁর চিন্তার সূত্র ধরেই এ সময়ের ভারতীয় নাটকেও এসেছে নতুন ভাবনা।

Advertisement

গিরিশ কারনাডের তুঘলক, গাঁধী, লাইফ অব গ্যালিলিও-র মতো গুরুত্বপূর্ণ নাটকের নির্দেশকও তিনি। এ বার সেই অভিজ্ঞতার ছোঁয়া পাবে বাংলা থিয়েটার। কলকাতায় তিন দিনের কর্মশালায় বাংলা থিয়েটারের নতুন প্রজন্মকেও শেখাচ্ছেন মঞ্চে অভিনয় ভাল হওয়ার জন্য সংগঠনের বাঁধন কত প্রয়োজনীয়। শোনাচ্ছেন তাঁর থিয়েটার-জীবনের অভিজ্ঞতাও। ‘কলকাতা ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইনস্টিটিউট’ আয়োজিত কর্মশালায় ব্রিটেন প্রবাসী এই নির্দেশককে এ শহরের প্রতিনিধি হিসেবে সঙ্গ দিচ্ছেন নির্দেশক মণীশ মিত্র।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন