বেহাল রাস্তা সংস্কারের উদ্যোগ

বন্দর এলাকায় বেহাল রাস্তা নিয়ে এলাকার মানুষের অভিযোগ বহু দিনের। স্থানীয়দের অভিযোগ, খন্দপথে তাপ্পি দিয়ে চালানোই দস্তর হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ওই এলাকার কোল ডক রোড, সোনাই রোড এবং সোনারপুর রোড— এই তিনটি রাস্তা মেরামত করতে উদ্যোগী হলেন বন্দর কর্তৃপক্ষ।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৪ জুলাই ২০১৬ ০০:৩৮
Share:

বন্দর এলাকায় বেহাল রাস্তা নিয়ে এলাকার মানুষের অভিযোগ বহু দিনের। স্থানীয়দের অভিযোগ, খন্দপথে তাপ্পি দিয়ে চালানোই দস্তর হয়ে দাঁড়িয়েছে। শেষ পর্যন্ত ওই এলাকার কোল ডক রোড, সোনাই রোড এবং সোনারপুর রোড— এই তিনটি রাস্তা মেরামত করতে উদ্যোগী হলেন বন্দর কর্তৃপক্ষ।

Advertisement

শনিবার কলকাতা বন্দর কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে, ওই তিনটি রাস্তার মেরামতিতে খরচ হবে প্রায় সাড়ে ১৫ কোটি টাকা। রাস্তা সংস্কার নিয়ে এ দিন দফতরের আধিকারিক, একাধিক সংস্থার সঙ্গে বৈঠক করেন কলকাতা পোর্ট ট্রাস্টের চেয়ারম্যান এম টি কৃষ্ণ। তিনি জানান, মেরামতের কাজ কাজ শেষ হতে বছরখানেক লাগবে। ইতিমধ্যেই সাড়ে পাঁচ কোটি টাকা ব্যয়ে হাইড রোড, তারাতলা রোড সংস্কার হয়েছে।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement