রাস্তায় ‘যৌন হেনস্থা’, পাকড়াও যুবক

জিম থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দুই তরুণী। প্রতিদিন এ ভাবেই কাশীপুর রোড ধরে হেঁটে বরাহনগরের বাড়ি ফেরেন দু’জনে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৭ মার্চ ২০১৯ ০০:৩৩
Share:

জিম থেকে বেরিয়ে হেঁটে বাড়ি ফিরছিলেন দুই তরুণী। প্রতিদিন এ ভাবেই কাশীপুর রোড ধরে হেঁটে বরাহনগরের বাড়ি ফেরেন দু’জনে। কিন্তু সোমবার রাতে আচমকাই সাইকেল নিয়ে পথ আটকে দাঁড়ায় এক যুবক। অভিযোগ, এর পরে সোজা সাইকেল থেকে নেমে এসে এক তরুণীকে জড়িয়ে ধরে ওই যুবক। শুধু তাই নয়। কিছু বুঝে ওঠার আগেই ওই তরুণীকে জোর করে চুম্বনও করে সে। তার পরে সাইকেলে চেপে পালানোর চেষ্টা করে সে।

Advertisement

ততক্ষণে অবশ্য ওই তরুণীদের চিৎকারে লোক জড়ো হয়ে যায়। তাঁরাই ধরে ফেলেন ওই যুবককে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে যায় পুলিশও। পরে ওই তরুণীর অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয় ওই যুবককে। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম শুভেন্দু কোটা। বাড়ি বরাহনগর এলাকায়। সেখানেই টুকটাক কাজকর্ম করে সে। মঙ্গলবার তাকে আদালতে তোলা হয়। সরকারি আইনজীবী অরূপ চক্রবর্তী জানান, ওই যুবককে ২ এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত।

পুলিশ সূত্রের খবর, ধৃত শুভেন্দুর বাড়ি বরাহনগর এলাকায়। সেখানেই টুকটাক কাজকর্ম করে সে। কিন্তু এমন কাজ হঠাৎ কেন করল শুভেন্দু, তার উত্তর এখনও পর্যন্ত পায়নি পুলিশ।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন