death: গাছে উঠে তড়িদাহত হয়ে মৃত্যু যুবকের

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার-পাঁচ দিন ধরে সকালে এলাকার একটি চায়ের দোকানে আসছিলেন ওই যুবক।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২১ ০৬:৫৮
Share:

প্রতীকী ছবি।

ছুটির সকালে রাস্তার ধারে গাছের উপরে এক যুবককে জ্বলন্ত অবস্থায় দেখে চমকে উঠেছিলেন স্থানীয় বাসিন্দা থেকে পথচলতি মানুষজন। তড়িঘড়ি তাঁরা পুলিশ ও দমকলে খবর দেন। তাদের থেকে খবর পেয়ে আসেন বিদ্যুৎ দফতরের কর্মীরাও। পৌঁছয় দমকলের একটি ইঞ্জিন। তাঁদের উদ্যোগে ওই যুবকের দেহ নামিয়ে বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

Advertisement

রবিবার সকাল সাড়ে ছ’টা নাগাদ ঘটনাটি ঘটেছে ঠাকুরপুকুর থানা এলাকার জোকার কাছে ডায়মন্ড হারবার রোডে। মৃতের নাম বিজু সর্দার (২৯)। তাঁর বাড়ি বারুইপাড়ায়। প্রাথমিক তদন্তে পুলিশ জেনেছে, বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে ওই যুবকের। এ দিনই তাঁর দেহের ময়না-তদন্ত করা হয়।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গত চার-পাঁচ দিন ধরে সকালে এলাকার একটি চায়ের দোকানে আসছিলেন ওই যুবক। নিজেকে ইলেক্ট্রিকের মিস্ত্রি বলে পরিচয় দিয়ে জানিয়েছিলেন, তিনি পাশেই এক জায়গায় কাজ করছেন।

Advertisement

স্থানীয়দের অভিযোগ, এ দিন সকালে চায়ের দোকানে এসে বিজু দেখেন, সেখানে বিদ্যুৎ সংযোগ নেই। তখন নিজেই তার নিয়ে পাশের গাছে উঠে পড়েন। এর কিছু ক্ষণ পরেই ওই ঘটনা। চায়ের দোকানি বলেন, ‘‘আমি কলে জল আনতে গিয়েছিলাম। এসে দেখি, গাছের উপরে এক জন জ্বলছেন। তড়িঘড়ি পুলিশে খবর দিই আমরা। ওই ব্যক্তি পুরোপুরি ঝলসে গিয়েছিলেন।’’ তবে দোকানদার জানিয়েছেন, তিনি বিজুকে তাঁর চায়ের দোকানে বিদ্যুৎ সংযোগের ব্যবস্থা করে দিতে বলেননি।

ঘটনার তদন্তে নেমেছে ঠাকুরপুকুর থানার পুলিশ। তদন্তকারীদের ধারণা, হুকিং করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন ওই যুবক। তবে এর পিছনে অন্য কারণ আছে কি না, স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করে তা খতিয়ে দেখছে পুলিশ।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন