এক কিশোরীকে ধর্ষণের অপরাধে এক যুবককে মঙ্গলবার সাত বছরের সশ্রম কারাদণ্ড দিল আলিপুর আদালত। দোষী বাবলু সর্দারকে এ দিন অতিরিক্ত জেলা ও দায়রা আদালতে তোলা হলে বিচারক সন্দীপ মান্না ওই সাজা ঘোষণা করেন। কারাদণ্ডের সঙ্গে বাবলুর ১৫ হাজার টাকা জরিমানাও হয়। সরকারি আইনজীবী নন্দিতা চৌধুরী জানান, ঘটনাটি ঘটে ২০১০-এর ২০ অগস্ট মহেশতলায়। সে দিন ওই কিশোরী যখন স্কুলে যাওয়ার জন্য তৈরি হচ্ছিল, সে সময়ে বাবলু তার ঘরে ঢুকে মুখ, হাত ও পা বেঁধে ধর্ষণ করে।