লঞ্চ থেকে ঝাঁপ, নিখোঁজ তরুণ

বন্ধুদের দাবি, বহু চেষ্টা করেও রোহনকে উদ্ধার করা যায়নি। তাঁর এক বন্ধু নীলেশ সাহনি বলেন, ‘‘লঞ্চ থেকে ও ঝাঁপ দেওয়ার পরেই কোনও কিছুর সঙ্গে ধাক্কা লাগে। তার জন্যেই চিৎকার করে তলিয়ে যায়।’’

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২১ অগস্ট ২০১৮ ০১:৪৮
Share:

রোহন সিংহ

লঞ্চ থেকে গঙ্গায় ঝাঁপ দিয়ে আর উঠলেন না এক তরুণ। সোমবার সকাল ৮টা নাগাদ ঘটনাটি ঘটেছে কলকাতার বাগবাজার থেকে হাওড়ার বাঁধাঘাটে আসার সময়ে মাঝগঙ্গায়।

Advertisement

পুলিশ সূত্রে খবর, তিন বন্ধুর সঙ্গে রবিবার নিমতলা ঘাটের ভূতবাগান মন্দিরে পুজো দিতে এসেছিলেন সালকিয়ার নন্দীবাগানের বাসিন্দা রোহন সিংহ (১৯)। ওই দিন তিনি বাড়িতে ফোন করে জানান, রাতে ফিরবেন না। ফিরবেন সোমবার। পুলিশ জানায়, এ দিন সকালে বাগবাজার থেকে লঞ্চে আসার সময়ে বন্ধুদের মধ্যে ঠিক হয়, মাঝগঙ্গায় লঞ্চ থেকে ঝাঁপ দিয়ে সাঁতার কেটে গিয়ে বাঁধাঘাটে ওঠা হবে। পরিকল্পনা মতো রোহনও বন্ধুদের সঙ্গে গঙ্গায় ঝাঁপ দেন। তার পরেই এক বার চিৎকার করে উঠে তলিয়ে যান তিনি।

বন্ধুদের দাবি, বহু চেষ্টা করেও রোহনকে উদ্ধার করা যায়নি। তাঁর এক বন্ধু নীলেশ সাহনি বলেন, ‘‘লঞ্চ থেকে ও ঝাঁপ দেওয়ার পরেই কোনও কিছুর সঙ্গে ধাক্কা লাগে। তার জন্যেই চিৎকার করে তলিয়ে যায়।’’ ঘটনার খবর পেয়ে ছুটে আসেন স্থানীয় বিধায়ক ও রাজ্যের ক্রীড়া প্রতিমন্ত্রী লক্ষ্মীরতন শুক্ল। আসে গোলাবাড়ি ও মালিপাঁচঘরা থানার পুলিশ। খবর দেওয়া হয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও কলকাতা রিভার ট্র্যাফিক পুলিশের ডুবুরিদের। সকাল থেকে স্পিডবোট নিয়ে গঙ্গায় তল্লাশি চালায় রিভার ট্র্যাফিক পুলিশের একটি দল। তবে রাত পর্যন্ত ওই যুবকের দেহ উদ্ধার হয়নি।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement
Advertisement