ওয়াটগঞ্জ থেকে শিশু-সহ উদ্ধার হলেন এক আদিবাসী তরুণী। বুধবার ওই এলাকায় শিশুকন্যা-সহ বসে থাকতে দেখা যায় ওই তরুণীকে। ঠিকানা বলতে পারছিলেন না তিনি। কখনও বলছিলেন বৈঁচিগ্রাম, কখনও হুগলি, পাণ্ডুয়া বা বড়জোড়া। পুলিশ ওই সব থানার সঙ্গে যোগাযোগ করলে পাণ্ডুয়া থানা থেকে মেলে ওই তরুণীর ঠিকানা। খবর যায় তাঁর বাড়িতে। তাঁর পরিজনেরা পুলিশকে জানান, অমিতা মুর্মূ মাণ্ডি নামে ওই তরুণীর মানসিক কিছু সমস্যা রয়েছে। মাসখানেক আগে মেয়ে সুপর্ণাকে নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যান তিনি। দু’জনকেই বাড়ির লোকের হাতে তুলে দেওয়া হয়েছে।