উদ্ধার ২ কিশোরী

পরিচিত দাদাদের সঙ্গে বেরিয়ে পাচার হয়ে যায় দুই কিশোরী। বুধবার তাদের নয়াদিল্লির সাতগড় থেকে উদ্ধার করল পুলিশ। তাদের ডাক্তারি পরীক্ষা ও শিশু কল্যাণ সমিতিতে হাজির করানো হয়।

Advertisement
শেষ আপডেট: ১৯ ফেব্রুয়ারি ২০১৬ ০০:০১
Share:

পরিচিত দাদাদের সঙ্গে বেরিয়ে পাচার হয়ে যায় দুই কিশোরী। বুধবার তাদের নয়াদিল্লির সাতগড় থেকে উদ্ধার করল পুলিশ। তাদের ডাক্তারি পরীক্ষা ও শিশু কল্যাণ সমিতিতে হাজির করানো হয়। ঘটনায় ধৃত ৪ জনের বুধবার নয়াদিল্লির তিসহাজারি কোর্টে ২০ ফেব্রুয়ারি পর্যন্ত ট্রানজিট রিমান্ডের নির্দেশ হয়। পুলিশ জানায়, ২৬ জানুয়ারি লেক থানার গোবিন্দপুরের ওই দুই কিশোরীকে অশালীন সম্পর্কে বাধ্য করানো হয়। পরে নিয়ে যাওয়া হয় নয়াদিল্লি। বৃহস্পতিবার সব অভিযুক্তকে লেক থানায় আনা হয়। পুলিশ জেনেছে, অভিযুক্তরা বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নাবালিকা পাচার ও যৌনপল্লিতে বিক্রি করে দেওয়ার চক্রে জড়িত।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement