কারখানা খোলার দাবি, অবরুদ্ধ যশোহর রোড

জেসপ কারখানা পুরোদমে খোলা ও কর্মীদের বকেয়া মেটানোর দাবিতে সোমবার দমদম অর্ডন্যান্স কারখানার কাছে যশোহর রোড অবরোধ করেন জেসপ কর্মীদের পরিবারবর্গ। প্রায় ৫০-৬০ জন মহিলা ওই রাস্তা অবরোধ করেন। দেড় ঘণ্টা চলে অবরোধ। এর জেরে এয়ারপোর্ট এলাকায় ব্যাপক যানজট হয়। মহিলারা অবরোধ করলেও কাছেই ছিলেন জেসপের কর্মীরাও।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ এপ্রিল ২০১৪ ০২:৪৭
Share:

পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা। সোমবার। —নিজস্ব চিত্র।

জেসপ কারখানা পুরোদমে খোলা ও কর্মীদের বকেয়া মেটানোর দাবিতে সোমবার দমদম অর্ডন্যান্স কারখানার কাছে যশোহর রোড অবরোধ করেন জেসপ কর্মীদের পরিবারবর্গ। প্রায় ৫০-৬০ জন মহিলা ওই রাস্তা অবরোধ করেন। দেড় ঘণ্টা চলে অবরোধ। এর জেরে এয়ারপোর্ট এলাকায় ব্যাপক যানজট হয়।

Advertisement

মহিলারা অবরোধ করলেও কাছেই ছিলেন জেসপের কর্মীরাও। জেসপ কোম্পানি লিমিটেড ওয়ার্কার্স অ্যান্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক শ্রীকুমার বন্দ্যোপাধ্যায় বলেন, “জেসপ খোলার ব্যাপারে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হস্তক্ষেপ দাবি করছি। তাঁর উদ্যোগে যে ভাবে উত্তরবঙ্গের বন্ধ চা বাগান আলোর মুখ দেখেছে, সে ভাবে জেসপও চালু হতে পারে। কর্মীদের বকেয়া বেতন মিটতে পারে।”

নিজেদের নিরাপত্তা নিয়েও এ দিন অভিযোগ জানান কর্মীরা। তাঁরা জানান, গত শনিবার কারখানা থেকে এক যুবকের দেহ মেলে। ওই দেহ কারখানার ভিতরে কী ভাবে এল, তা নিয়ে ধোঁয়াশা কাটেনি। কর্মীদের আরও অভিযোগ, কারখানার ভিতরের যন্ত্রাংশ বার বার চুরি হওয়া নিয়ে তাঁরা বহুবার দমদম থানায় অভিযোগ জানিয়েছেন। কিন্তু ফল হয়নি। এ দিকে, এ দিন অবরোধ ওঠাতে গেলে দমদম থানার পুলিশ দফায় দফায় মহিলাদের বিক্ষোভের মুখে পড়ে। রাস্তায় বসে পড়েন মহিলারা। বিক্ষোভ সামলাতে গিয়ে পুলিশ তাঁদের সঙ্গে দুর্ব্যবহার করে বলে অভিযোগ। পুলিশি হস্তক্ষেপেই সন্ধ্যা সাতটা নাগাদ অবরোধ ওঠে।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement