কালী প্রতিমার গয়না ‘চুরি’, ধৃত মা-মেয়ে

কালী প্রতিমার গয়না চুরির অভিযোগে বুধবার গ্রেফতার করা হল এক তরুণী এবং তার মাকে। ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকার কারবালা ট্যাঙ্ক লেনে। পুলিশ জানায়, ধৃতদের নাম ভাগ্যশ্রী ঘোষ এবং কবিতা ঘোষ। তারা ওই এলাকারই বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ২৩ অক্টোবর ২০১৪ ০০:০১
Share:

গয়না চুরির পরে নিরাভরণ প্রতিমা। বুধবার। —নিজস্ব চিত্র

কালী প্রতিমার গয়না চুরির অভিযোগে বুধবার গ্রেফতার করা হল এক তরুণী এবং তার মাকে। ঘটনাটি ঘটেছে বড়তলা থানা এলাকার কারবালা ট্যাঙ্ক লেনে। পুলিশ জানায়, ধৃতদের নাম ভাগ্যশ্রী ঘোষ এবং কবিতা ঘোষ। তারা ওই এলাকারই বাসিন্দা।

Advertisement

পুলিশ সূত্রে খবর, সোমবার রাতে কারবালা ট্যাঙ্কের কৃষ্ণবাগান সর্বজনীন পুজো কমিটি থেকে থানায় অভিযোগ করা হয়, প্রতিমার গয়না চুরি গিয়েছে। কমিটির সম্পাদক স্বপন দাস জানান, তাঁরাই কারবালা এলাকায় দুর্গা, কালী এবং জগদ্ধাত্রী পুজো করেন। অনেকেই প্রতি বছর সোনা বা রুপোর গয়না দান করেন। প্রতি পুজোয় সেগুলিই প্রতিমাকে পরানো হয় এবং পুজো শেষে খুলে রাখা হয়। সেগুলি থাকে ওই পুজো কমিটিরই এক প্রবীণ সদস্য শ্যামল ঘোষের বাড়িতে। প্রায় দশ বছর ধরেই সেখানে গয়না রাখা হয় বলে জানান স্বপনবাবু। কিন্তু গত শনিবার কালীপুজো উপলক্ষে গয়না নিতে গেলে দেখা যায় সমস্ত গয়না উধাও। স্বপনবাবু বলেন, “যে ব্যাগে গয়না ছিল, তা রয়েছে। অথচ গয়না নেই।” শ্যামলবাবু বলেন, “দেওয়াল আলমারিতে গয়না তালাবন্দি থাকত। ১০-১২ বছর এ ভাবেই আছে।”

স্বপনবাবু জানান, ব্যাগ থাকলেও গয়না নেই দেখে সন্দেহ হয় বাইরের কেউ চুরি করেনি। শ্যামলবাবুকে সেগুলি ফেরত দেওয়ার কথা বলা হয়। অন্যথা পুলিশের কাছে যাওয়া হবে বলেও জানানো হয়। এর পরেই অভিযুক্ত তরুণী শ্যামলবাবুর ছোট মেয়ে ভাগ্যশ্রী স্বপনবাবুকে গয়নার বদলে বেশ কিছু টাকা দেওয়ার প্রস্তাব দেয়। তাতে রাজি হননি কমিটির কর্মকর্তারা। তাঁরা গয়নাগুলিই ফেরত চান। কিন্তু তা না দিতে পারায় সোমবার রাতে শ্যমলবাবু, তাঁর মেয়ে এবং স্ত্রী কবিতার বিরুদ্ধে বড়তলা থানায় অভিযোগ দায়ের করা হয়। প্রথমে জিজ্ঞাসাবাদ ও পরে বুধবার বাড়ি থেকেই প্রথমে ওই তরুণীকে এবং পরে তার মাকে গ্রেফতার করা হয়।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন