দু’টি শ্লীলতাহানির ঘটনায় গ্রেফতার

দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় এক মহিলার শ্লীলতাহানি করে পালানোর সময়ে ট্রাফিক অফিসারের হাতে ধরা পড়ল এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জনবহুল বঙ্গবাসী মোড়ে। ধৃত যুবকের নাম মহম্মদ আলমগীর। বছর ছত্রিশের ওই যুবক কলকাতার একবালপুরের বাসিন্দা।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

কলকাতা শেষ আপডেট: ১৪ মার্চ ২০১৪ ০৪:০১
Share:

দিনে-দুপুরে প্রকাশ্য রাস্তায় এক মহিলার শ্লীলতাহানি করে পালানোর সময়ে ট্রাফিক অফিসারের হাতে ধরা পড়ল এক যুবক। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটেছে হাওড়ার জনবহুল বঙ্গবাসী মোড়ে। ধৃত যুবকের নাম মহম্মদ আলমগীর। বছর ছত্রিশের ওই যুবক কলকাতার একবালপুরের বাসিন্দা। পুলিশ জানায়, এ দিন ওই মহিলা এবং তাঁর এক সঙ্গী বঙ্গবাসী মোড় দিয়ে যাচ্ছিলেন। অভিযোগ, ওই সময়ে আলমগীর ওই মহিলার শ্লীলতাহানি করে পালানোর চেষ্টা করে। খানিক দূরেই ট্রাফিক সামলাচ্ছিলেন হাওড়া ট্রাফিক গার্ডের ভারপ্রাপ্ত আধিকারিক অশোক চট্টোপাধ্যায়। ওই মহিলা তাঁকে সব জানালে অশোকবাবু নিজেই ওই যুবককে ধরে ফেলে স্থানীয় হাওড়া থানায় নিয়ে যান। সেখানে ওই মহিলা আলমগীরের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের করেন। অন্য দিকে, বুধবার দুপুরে নিউ টাউন থানা এলাকার আকন্দকেশরীতে এক কিশোরীকে মারধর ও শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হয় এক যুবক। আর এক অভিযুক্ত পলাতক। ধৃত সৌরভ নস্কর স্থানীয় বাসিন্দা। পুলিশ জানায়, ঘটনার সূত্রপাত গত সোমবারের একটি বচসাকে ঘিরে। অভিযোগ, মেয়েটি পাড়ার একটি দোকানে গেলে সৌরভ এবং তার এক সঙ্গীর সঙ্গে বচসা হয়। সৌরভ মেয়েটির পূর্ব পরিচিত। বচসার জেরে মেয়েটিকে ওই দুই যুবক মারধর করে বলে অভিযোগ। মেয়েটির বাবা সে দিনই নিউ টাউন থানায় অভিযোগ দায়ের করেন। এর পরে বুধবার দুপুরে ওই কিশোরী সাইকেল নিয়ে বিষ্ণুপুরে টিউশনে যাচ্ছিল। অভিযোগ, রাস্তায় মেয়েটিকে আটকে ওই দুই যুবক থানা থেকে অভিযোগ তুলে নিতে বলে হুমকি দেয়। এমনকী, মেয়েটিকে ফের মারধরও করে বলে অভিযোগ। পুলিশের কাছে বুধবার রাতে ফের লিখিত অভিযোগ করেন মেয়েটির বাবা। পুলিশ জানিয়েছে, মেয়েটিকে মারধর ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ দায়ের হয়েছে ওই দুই যুবকের বিরুদ্ধে। অভিযোগ তুলে না নিলে ধর্ষণ ও প্রাণনাশেরও হুমকি দেয় তারা। এর পরেই তদন্তে নেমে নিউ টাউন থানার পুলিশ বুধবার রাতে সৌরভকে গ্রেফতার করে। তার সঙ্গীর খোঁজ চলছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন