দিল্লির বার্তা পেয়ে সুরক্ষা বৃদ্ধি মেট্রোয়

বেঙ্গালুরু, পেশোয়ার ও খাগড়াগড় কাণ্ডের জেরে কলকাতা মেট্রো রেলকে সতর্ক করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এ বার প্রতিটি মেট্রো স্টেশনে নিরাপত্তা আঁটোসাটো করতে ১০০ জন রেলওয়ে প্রোটেকশন স্পেশ্যাল ফোর্স (আরপিএসএফ) কর্মীকে মোতায়েন করা হয়েছে বলে জানালেন মেট্রো কর্তৃপক্ষ। এ দিকে নিরাপত্তা বাড়ালেও প্রায় বেশির ভাগ স্টেশনে ‘ব্যাগেজ স্ক্যানার’ খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে যাত্রীদের ব্যাগের মধ্যে কী আছে, তা দেখতে পাচ্ছেন না নিরাপত্তারক্ষীরা। শঙ্কা থেকে যাওয়ায় মেট্রো কর্তৃপক্ষ হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে কোনও রকমে কাজ চালাচ্ছেন।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ৩০ ডিসেম্বর ২০১৪ ০৩:৩৭
Share:

বেঙ্গালুরু, পেশোয়ার ও খাগড়াগড় কাণ্ডের জেরে কলকাতা মেট্রো রেলকে সতর্ক করল কেন্দ্রের স্বরাষ্ট্র মন্ত্রক। তাই এ বার প্রতিটি মেট্রো স্টেশনে নিরাপত্তা আঁটোসাটো করতে ১০০ জন রেলওয়ে প্রোটেকশন স্পেশ্যাল ফোর্স (আরপিএসএফ) কর্মীকে মোতায়েন করা হয়েছে বলে জানালেন মেট্রো কর্তৃপক্ষ। এ দিকে নিরাপত্তা বাড়ালেও প্রায় বেশির ভাগ স্টেশনে ‘ব্যাগেজ স্ক্যানার’ খারাপ হয়ে পড়ে রয়েছে। ফলে যাত্রীদের ব্যাগের মধ্যে কী আছে, তা দেখতে পাচ্ছেন না নিরাপত্তারক্ষীরা। শঙ্কা থেকে যাওয়ায় মেট্রো কর্তৃপক্ষ হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে কোনও রকমে কাজ চালাচ্ছেন।

Advertisement

মেট্রো সূত্রে খবর, বড়দিনের রাতে মেট্রোর ভিড় পাল্লা দিয়েছিল পুজোর ভিড়ের সঙ্গে। ৩১ ডিসেম্বর ও জানুয়ারির প্রথম সপ্তাহে ভিড় আরও বাড়বে বলে অনুমান কর্তৃপক্ষের। তাই বেশি সংখ্যক আরপিএসএফ কর্মী কাজে নামছেন।

মেট্রোর এক পদস্থ কর্তা বলেন, “নোয়াপাড়া থেকে কবি সুভাষ পর্যন্ত ২৪টি স্টেশনেই কলকাতা পুলিশ, আরপিএফ নিরাপত্তার দায়িত্বে রয়েছে। তার মধ্যে কলকাতা পুলিশের ৩০০ ও আরপিএফের তিনশো জন কর্মী সকাল সাতটা থেকে রাত সাড়ে দশটা পর্যন্ত নজরদারি চালান। ভিড় বেশি হওয়ায় এবং দিল্লির বার্তা পাওয়ার পরে আরও একশো জন আসপিএসএফ জওয়ানকে মোতায়েন করা হয়েছে। প্ল্যাটফর্মের নিরাপত্তা মূলত তাঁরাই দেখভাল করবেন। সিসিটিভি নজরদারিতেও তাঁরা রয়েছেন। এ ছাড়াও চারটি কুকুর সকাল থেকে রাত পর্যন্ত পালা করে প্ল্যাটফর্ম ও স্টেশন চত্বরে নজরদারি চালাচ্ছে।

Advertisement

মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক রবি মহাপাত্র বলেন, “দিল্লির সতর্কবার্তা পেয়ে প্রতিটি স্টেশনে নিরাপত্তা জোরদার করা হয়েছে।” তিনি বলেন, “বিভিন্ন স্টেশনে ব্যাগেজ স্ক্যানার খারাপ থাকায় আমরা কোনও ঝুঁকি নিচ্ছি না। হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে যাত্রীদের ব্যাগ এবং শরীর তল্লাশি করা হচ্ছে।” ব্যাগেজ স্ক্যানারগুলি দ্রুত সারাইয়ের ব্যবস্থা হচ্ছে বলে জানান তিনি।

তাঁর কথায়, উৎসবের মরসুমে মেট্রোতে প্রতি বছরই ভিড় বাড়ে। তাই আগাম সতর্কতা হিসেবে মেট্রো কর্মীদের সতর্ক থাকতে বলা হয়েছে। রেলের অন্য এক কর্তা জানান, দমদম মেট্রো স্টেশনের উপরেই পূর্ব রেলের দমদম স্টেশন রয়েছে। প্রচুর যাত্রী দমদম মেন লাইন দিয়ে মেট্রোয় যাতায়াত করেন। তাই পূর্ব রেলের ওই স্টেশনেও নজরদারি বাড়ানো হয়েছে।

(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন