নিউ টাউনে শিশু-খুনে চার্জশিট পেশ

নিউ টাউনের থাকদাঁড়িতে বছর পাঁচেকের শিশুকন্যা প্রীতি নস্করের হত্যার ঘটনার চার মাস পরে আদালতে চার্জশিট দিল বিধাননগর পুলিশ। চলতি সপ্তাহে জমা দেওয়া ওই চার্জশিটে শিশুটির ঠাকুমা এবং কাকিমার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৮ ফেব্রুয়ারি ২০১৬ ০০:৪২
Share:

নিউ টাউনের থাকদাঁড়িতে বছর পাঁচেকের শিশুকন্যা প্রীতি নস্করের হত্যার ঘটনার চার মাস পরে আদালতে চার্জশিট দিল বিধাননগর পুলিশ। চলতি সপ্তাহে জমা দেওয়া ওই চার্জশিটে শিশুটির ঠাকুমা এবং কাকিমার বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে।

Advertisement

চার্জশিটে বিধাননগর পুলিশ জানিয়েছে, কুসংস্কারের বশেই ঠাকুমা আরতি নস্কর ও কাকিমা কবিতা নস্কর প্রীতিকে খুন করে। তদন্তে নেমে ওই দুই অভিযুক্তকে গ্রেফতার করেছিল পুলিশ। গত অক্টোবরে কাকার বাড়ির চিলেকোঠা থেকে উদ্ধার হয় প্রীতির ক্ষতবিক্ষত দেহ। তার হাতের তর্জনী এবং কনিষ্ঠা কাটা ছিল। ঘটনার পরে কাটা আঙুল দু’টি মেলেনি। তবে যে চাকু দিয়ে সেগুলি কাটা হয়েছিল, তা উদ্ধার করেছিল পুলিশ।

পুলিশ জানিয়েছিল, খেলতে খেলতে কাকার বাড়ি ঢুকে পড়েছিল প্রীতি। তখন সেখানে ঠাকুমা ও কাকিমা ছাড়া আর কেউ ছিল না। তারাই প্রথমে বেলনচাকি দিয়ে শিশুটিকে আহত করে, প্লাস্টিক চাপা দিয়ে শ্বাসরোধ করে খুন করে। পরে শিশুটির আঙুল কেটে বস্তায় দেহটি ভরে। কাটা আঙুল দু’টি দিয়ে পুজোও করে। সব শেষে দেহটি চিলেকোঠায় রেখে দেয়। পুলিশের দাবি, জেরায় অভিযুক্ত ঠাকুমা জানিয়েছে, স্বপ্নাদেশ পেয়েই প্রীতিকে মারা হয়েছিল। তাতে সংসারের শ্রীবৃদ্ধি হতো।

Advertisement

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement