১০০ কোটি টাকা ব্যয়ে নিউ টাউনে নতুন হজ হাউস তৈরি করেছে রাজ্য সরকার। আগামী ২৮ জানুয়ারি, বৃহস্পতিবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেটির উদ্বোধন করবেন বলে জানিয়েছেন রাজ্যের হজ কমিটির চেয়ারম্যান হাজি নুরুল ইসলাম। হজ হাউসটি তৈরি করতে ২০১২ সালে হি়ডকোর থেকে ১৫ বিঘা জমি কেনে সরকার। ১২ তলা হাউসটির নাম দেওয়া হয়েছে, ‘মদিনাতুল হুজ্জাজ’। একটি মসজিদ এবং প্রেক্ষাগৃহ-সহ যাত্রীদের জন্য সবরকম আধুনিক সুযোগসুবিধা সেখানে থাকবে বলে চেয়ারম্যান জানান। ভিন্ রাজ্যের মধ্যে ত্রিপুরা এবং ওড়িশার পাশাপাশি এ রাজ্যের উত্তরবঙ্গের হজযাত্রীরা ওই হাউসে থাকতে পারবেন বলে জানান তিনি। তিন হাজার যাত্রী থাকার ব্যবস্থা রয়েছে হাউসটিতে।