পুলিশের শ্লীলতাহানি, গ্রেফতার ১

তামিলনাড়ু থেকে প্রতারণার মামলায় পলাতক এক অভিযুক্তকে ধরতে বেরিয়ে শ্লীলতাহানির মুখে পড়লেন কলকাতার মহিলা পুলিশকর্মী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে তালতলা থানা এলাকার ডক্টরস লেনে। পুলিশ জানায়, শ্লীলতাহানির অভিযোগে সন্দীপ দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতারণায় অভিযুক্তকে ধরা যায়নি।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০৬ মার্চ ২০১৫ ০২:৩৯
Share:

তামিলনাড়ু থেকে প্রতারণার মামলায় পলাতক এক অভিযুক্তকে ধরতে বেরিয়ে শ্লীলতাহানির মুখে পড়লেন কলকাতার মহিলা পুলিশকর্মী। বৃহস্পতিবার দুপুরে ঘটনাটি ঘটে তালতলা থানা এলাকার ডক্টরস লেনে। পুলিশ জানায়, শ্লীলতাহানির অভিযোগে সন্দীপ দাস নামে এক যুবককে গ্রেফতার করা হয়েছে। তবে প্রতারণায় অভিযুক্তকে ধরা যায়নি।

Advertisement

পুলিশি সূত্রের খবর, পলাতক অভিযুক্তকে ধরার জন্য তামিলনাড়ু পুলিশের একটি দল এ দিন কলকাতা পুলিশের সাহায্য চায়। তাদের কথামতো অভিযুক্তকে খুঁজতে মহিলা-পুরুষ মিলিয়ে তালতলা থানার বেশ কয়েক জন কর্মী ডক্টরস লেন এলাকায় যান। অভিযোগ, তখনই কিছু যুবক পুলিশকে হেনস্থা করে এবং এক মহিলা পুলিশকর্মীর শ্লীলতাহানি করে। শ্লীলতাহানির ঘটনায় এক জনকে গ্রেফতার করায় সন্ধ্যায় স্থানীয় বাসিন্দারা তালতলা থানার সামনে প্রায় দু’ঘণ্টা ধরে বিক্ষোভ দেখান।

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
আরও পড়ুন
Advertisement