পরমার জট কাটাতে

পরমা উড়ালপুলের মুখে যানজট কাটাতে নীচের রাস্তা চওড়া করা হচ্ছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার বলেন, ‘‘পার্ক সার্কাসের যেখান থেকে ময়দান শুরু হয়েছে, সেখানে ময়দানের কিছু অংশ কেটে এই কাজ হবে।

Advertisement

নিজস্ব সংবাদদাতা

শেষ আপডেট: ০১ ডিসেম্বর ২০১৫ ০৩:৫২
Share:

পরমা উড়ালপুলের মুখে যানজট কাটাতে নীচের রাস্তা চওড়া করা হচ্ছে। পুরমন্ত্রী ফিরহাদ হাকিম সোমবার বলেন, ‘‘পার্ক সার্কাসের যেখান থেকে ময়দান শুরু হয়েছে, সেখানে ময়দানের কিছু অংশ কেটে এই কাজ হবে। পরমা উড়ালপুলের যে অংশটি পার্ক সার্কাসের দিকে নেমেছে, সেখান থেকে দরগা রোডের মুখ পর্যন্ত ২০ মিটার চওড়া রাস্তা হবে।’’

Advertisement

মন্ত্রী জানান, এই কাজ করবে কলকাতা পুরসভা। তাদের কাজ শুরু করে দিতে বলা হয়েছে। তিনি আরও জানান, পরমা উড়ালপুল থেকে এজেসি বসু রোড উড়ালপুলের স‌ংযোগের কাজ চলছে। পার্ক সার্কাসের সাত মাথার মোড়ে পিলার তৈরির কাজের জন্য পুলিশের অনুমোদনও মিলেছে। কাজ শীঘ্রই শুরু হবে। লক্ষ্য, আগামী মার্চ মাসের মধ্যে রেসকোর্সের দিক থেকে সল্টলেক-গড়িয়া যাওয়ার জন্য এজেসি বসু রোড উড়ালপুলের সঙ্গে পরমা উড়ালপুলের সংযোগের কাজ শেষ করা। তবে কংগ্রেস এগ্‌জিবিশন রোডের উপর দিয়ে নাসিরুদ্দিন রোডের সংযোগের কাজ শেষ হতে আরও প্রায় এক বছর লাগবে।

Advertisement
(সবচেয়ে আগে সব খবর, ঠিক খবর, প্রতি মুহূর্তে। ফলো করুন আমাদের Google News, X (Twitter), Facebook, Youtube, Threads এবং Instagram পেজ)

আনন্দবাজার অনলাইন এখন

হোয়াট্‌সঅ্যাপেও

ফলো করুন
অন্য মাধ্যমগুলি:
Advertisement
Advertisement
আরও পড়ুন